আইএমএফের ঋণ নিয়ে মতামত

ঋণ যেন না লাগে অর্থনীতিকে সেই অবস্থায় নিতে হবে

নিজস্ব প্রতিবেদক

. আহসান এইচ মনসুর

নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট

 

ঋণ নিয়ে প্রতিক্রিয়া ইতিবাচক। সরকার স্বল্প সময়ের মধ্যেই ঋণ নেগোশিয়েট করতে পেরেছে, অনুমোদন আনতে পেরেছে। এজন্য সরকারকে অবশ্যই অভিনন্দন দিতে হবে। এটাও ঠিক যে সরকার সংকট হওয়ার আগেই প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে এটা নিয়েছে। সেটা একটা ভালো দিক। আইএমএফও সেটা স্বীকার করে। এখন কথা হলো টাকা তো পেলাম, কিন্তু টাকা ক্ষণস্থায়ী, থাকবে না, যদি আমরা নীতিগুলোকে ঠিক না করি। আমাদের যে চাহিদা, গত মাসে আমরা দেড় বিলিয়ন ডলার হারিয়েছি, বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। কাজেই সেই তুলনায় ঋণ অল্প। খরচের চাহিদা আছে, চাইলে একদিনেই টাকা খরচ করে ফেলা সম্ভব। কাজেই টাকা দিয়ে সমস্যা সমাধান হবে না, আংশিক সমাধান হবে। নীতি পদক্ষেপগুলো নিতে হবে। সেই জায়গাটাতে সরকারকে কাজ করতে হবে। ঋণ আর যাতে না লাগে সেই অবস্থায় অর্থনীতিকে নিয়ে যেতে হবে। তাহলে সেটাই হবে সমাধান। আমাদের নীতিগত পরিবর্তন আনতে হবে। বললে হবে না যে কোনো শর্ত নেই, কিছু করতে হবে না। শর্ত থাকুক বা না থাকুক, আমাদের কাজ করে যেতে হবে।

কোনো খাতের সংস্কার নিয়েই স্পষ্ট করে কিছু বলা হয়নি। এর কারণ হতে পারে সুনির্দিষ্ট সংস্কারগুলো নিয়ে এখনো এগ্রিমেন্ট হয়নি, হয়তো পরবর্তী সময়ে বলা হবে। এটা আমাদের প্রত্যাশাসামনে সাড়ে তিন বছর পড়ে আছেওই সময় ধীরে ধীরে সংস্কারের বিষয়গুলো আরো স্পষ্ট হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন