একুশে বইমেলা শুরু আজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ। স্টলে বই সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন এক কর্মী ছবি: কাজী সালাহউদ্দীন রাজু

পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্য সামনে রেখে আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৩। আজ বেলা ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন ঘোষণা করবেন। কভিড-১৯ মহামারীর কারণে গত দুই বছর নির্ধারিত সময়ে মেলা শুরু হয়নি। তবে এবার যথাসময়েই শুরু হতে যাচ্ছে বাঙালির প্রাণের মেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর এবং স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। সময় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ প্রদান এবং বাংলা একাডেমি প্রকাশিত সাতটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।

এবার বইমেলা প্রাঙ্গণের আঙ্গিকগত বিন্যাসে কিছু পরিবর্তন আনা হয়েছে। বছরই প্রথম ডিজিটাল ডিসপ্লেতে নতুন বইয়ের প্রচ্ছদ, তথ্য বইমেলার মানচিত্র পর্যায়ক্রমে প্রদর্শিত হবে। আয়োজকরা জানান, মেট্রোরেল স্টেশনের অবস্থানগত কারণে গতবারের প্রধান প্রবেশপথ এবার খানিকটা সরিয়ে বাংলা একাডেমির মূল প্রবেশপথের উল্টো দিকে রাখা হয়েছে। গতবারের প্রবেশপথটি এবারের প্রস্থানপথ হিসেবে বিবেচিত হবে। এছাড়া টিএসসি, দোয়েল চত্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অংশে আরো তিনটি প্রবেশ বাহিরপথ থাকবে। গতবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অংশে ১৮২টি স্টল ১১টি প্যাভিলিয়ন ছিল, এবার তা মেলার অংশে থাকবে। সেখানে নামাজের স্থান, ওয়াশরুমসহ অন্যান্য পরিষেবা থাকবে।

বাংলা একাডেমি প্রাঙ্গণ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গাজুড়ে ৬০১টি প্রতিষ্ঠানকে ৯০১টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে। মেলায় ৩৮টি প্যাভিলিয়ন থাকবে। অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। প্রতিদিন বিকাল ৪টায় বইমেলার মূল মঞ্চে সেমিনার এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২০২১ সালে দেড় মাস পিছিয়ে বইমেলা শুরু হয় ১৮ মার্চ। ২০২২ সালে একই কারণে দুই সপ্তাহ পিছিয়ে শুরু হয় ১৫ ফেব্রুয়ারি। তবে বছর নির্ধারিত ফেব্রুয়ারির প্রথম দিনেই মেলা শুরু হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চালু রাখার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। ছুটির দিন ব্যতীত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেলা শুরু হবে সকাল ৮টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। প্রতি শুক্র শনিবার মেলায় বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত শিশুপ্রহর থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন