নির্মাণকাজে অনিয়ম

বণিক বার্তা প্রতিনিধি, পটুয়াখালী

পায়রা বন্দরের সুরক্ষা দেয়াল নির্মাণকাজ শেষ হওয়ার আগেই হেলে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০০ ফুট দৈর্ঘ্যের আরো একটি দেয়াল। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। বালি সরে যাওয়ায় ঝুঁকিতে রয়েছে প্রায় তিন হাজার ফুটের পুরো দেয়ালটিই। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এবিএম ওয়াটার কোম্পানি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সীমানা গাইড ওয়াল ও সাইড ডেভেলপমেন্টের কাজ পায়। দুই-তৃতীয়াংশ কাজ শেষ হওয়ার পর সোমবার বন্দরের কোয়ার্টারসংলগ্ন উত্তর পাশের দেয়ালটি খালের দিকে হেলে পড়ে। এ কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এলাকাবাসী ও বন্দর কর্মকর্তাদের। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন