যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোয় বাংলাদেশের অবস্থান ১৩তম —মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। দেশটিতে শিক্ষার্থী পাঠানোর ক্ষেত্রে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গতকাল অনুষ্ঠিত আমেরিকান বিশ্ববিদ্যালয় মেলা- উদ্বোধনকালে তিনি তথ্য জানান। যুক্তরাষ্ট্রে পড়তে যেতে পারেন এমন সম্ভাব্য শিক্ষার্থী দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধি নিয়ে আয়োজিত সবচেয়ে বড় শিক্ষা মেলা এটি। 

পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদের ক্রমবর্ধমান সংখ্যার বিষয়টি তুলে ধরে পিটার হাস বলেন, আমরা বাংলাদেশীদের ক্রমবর্ধমান সংখ্যা দেখে রোমাঞ্চিত, যারা তাদের সম্ভাবনা উন্নত করতে যুক্তরাষ্ট্রকে পড়াশোনার জন্য বেছে নিয়েছে। শিক্ষার্থীরা বাংলাদেশ যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন