বায়োপিকে মাইকেল জ্যাকসন হচ্ছেন ভাতিজা জাফর

ফিচার ডেস্ক

জাফর জ্যাকসন ও মাইকেল জ্যাকসন (ডানে) ছবি: পিপল ম্যাগাজিন

মঞ্চে পপ গানের তালে তালে কিংবদন্তি মাইকেল জ্যাকসনের অনবদ্য পারফরম্যান্সে দর্শক-ভক্তদের মনে মুগ্ধতার রেশ ছড়িয়ে যাচ্ছে এখনো। তাই ২০০৯ সালে মাইকেলের জীবনরথ থেমে গেলেও শো এখনো চলছে। দুর্দান্ত সব ফুট মুভমেন্ট এবং ড্যান্স স্টেপ সংবলিত এ পপ কিংবদন্তির যাবতীয় গানের ভিডিওচিত্র এখনো মনোরঞ্জন করছে সারা বিশ্বের শিল্পপ্রেমীদের। এর সঙ্গে যুক্ত হলো আরো একটি সুখবর। নির্মিত হচ্ছে তার বায়োপিক। পর্দায় মাইকেল জ্যাকসনের চরিত্রটি ফুটিয়ে তুলবেন তার ভাতিজা জাফর জ্যাকসন। কানাডা ও আমেরিকাভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান লায়ন্সগেট সোমবার মাইকেলের চরিত্রে ২৬ বছর বয়সী জাফরের নাম ঘোষণা করে। 

চাচার অনুসরণে জাফর জ্যাকসনও হাঁটছেন পপ সংগীতের উন্মাতাল অঙ্গনে। ২০১৯ সালে তার প্রথম একক অ্যালবাম মুক্তি পায়। এর শিরোনাম ছিল ‘গট মি সিঙ্গিং’। আর এবার চাচাকে জীবন্ত করে তোলার মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটতে যাচ্ছে তার। স্বাভাবিকভাবেই তার উচ্ছ্বাস একটু বেশিই। এর প্রতিফলন ঘটে তার একটি টুইটে। তিনি লেখেন— আমার চাচা মাইকেলের জীবন পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। সারা বিশ্বের ভক্তরা, তোমাদের সঙ্গে শিগগিরই দেখা হবে। এর সঙ্গে একটি সাদাকালো ছবিও যুক্ত করে দেন তিনি, যেখানে তাকে মাইকেলের ফুট মুভমেন্টের কসরত করতে দেখা যায়।

মাইকেল জ্যাকসনের চরিত্রে জাফরকে বেছে নেয়ার কারণ সম্পর্কে মুখ খুলেছেন বায়োপিকের প্রযোজক ও পরিচালক। এক বিবৃতিতে অস্কার বিজয়ী প্রযোজক গ্রাহাম কিং বলেন, ‘‌দুই বছর আগে জাফরের সঙ্গে আমার দেখা হয়েছিল। তার অভিব্যক্তিতে মাইকেলের উদ্দীপনা ও ব্যক্তিত্বের সহজাত প্রতিফলন দেখে আমি বিস্মিত হয়েছিলাম। আর তা এমনই নিখুঁত ছিল যে সারা পৃথিবীতে খোঁজ করার পর স্পষ্ট হলো, এ ভূমিকায় অভিনয় করার জন্য সে যথার্থ।’ 

বায়োপিকটি নির্মাণ করছেন আমেরিকান পরিচালক অ্যানটোইন ফুকুয়া। জাফর জ্যাকসন প্রসঙ্গে তিনি বলেন, ‘‌মাইকেলকে অনুকরণ করার সহজাত এক ক্ষমতা আছে তার। ক্যামেরার সঙ্গে তার রসায়নও দারুণ।’

সূত্র: ডেডলাইন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন