বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় দশের বাইরে গৌতম আদানি

বণিক বার্তা ডেস্ক

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ১০ জনের বাইরে চলে এসেছেন গৌতম আদানি। হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর আদানি গ্রুপের শেয়ারদরে পতনের পাশাপাশি আদানির সম্পদও কমেছে। মঙ্গলবার গৌতম আদানির সম্পদ ৮২১ কোটি ডলার কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৪০ কোটি ডলার। দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, ১ জানুয়ারির পর আদানির সম্পদ কমেছে ৩ হাজার ৬১০ কোটি ডলার।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে দেখা গেছে, বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় আদানির অবস্থান ১১তম। তবে এখনো এশিয়ার শীর্ষ ধনী হিসেবে আছেন ভারতীয় এ ধনকুবের। গত কয়েক মাসে আরো কয়েকজন বিলিয়নেয়ারের সম্পদ কমেছে। সম্পদ হারানোয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন টেসলাপ্রধান ইলোন মাস্ক। চলতি মাসের শুরুতে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে, ২০২১ সালের নভেম্বরের পর থেকে ১৮ হাজার ২০০ কোটি ডলার খুইয়েছেন টুইটারের বর্তমান প্রধান। মেটার প্রধান মার্ক জাকারবার্গ ও এফটিএক্সের স্যাম ফ্রিডম্যান-রিচের ব্যক্তিগত সম্পদও কমেছে।

ব্লুমবার্গের বরাতে জানা গেছে, হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর আদানি গ্রুপের আওতাধীন বিভিন্ন কোম্পানির বাজারমূল্য কমেছে ৭ হাজার ৪০০ কোটি ডলার। বর্তমানে এশিয়ার শীর্ষ ধনীর মোট সম্পদ দাঁড়িয়েছে ৮ হাজার ৪৪০ কোটি ডলার। এতে ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে তার অবস্থান ১১তম।  

পুঁজিবাজারে যদি পতন অব্যাহত থাকে তাহলে এশিয়ার শীর্ষ ধনীর তকমাও হারাবেন ভারতীয় ধনকুবের। স্বদেশী বিলিয়নেয়ার মুকেশ আম্বানি ৮ হাজার ২২০ কোটি ডলার সম্পদ নিয়ে ব্লুমবার্গ সূচকে ১২তম স্থানে রয়েছেন। আদানি পিছিয়ে গেলে ফের আম্বানি হতে পারেন এশিয়ার শীর্ষ ধনী।

২০২২ সালে আদানির সম্পদ বেড়েছে ৪ হাজার ২২০ কোটি ডলার। এর মাধ্যমে তিনি বিল গেটস ও ওয়ারেন বাফেটকে ছাড়িয়ে শীর্ষ তিনে জায়গা করে নেন। বছর শেষে আদানির সম্পদ দাঁড়িয়েছিল ১১ হাজার ৯০০ কোটি ডলার।

আশির দশকে মুম্বাইয়ে ডায়মন্ড ব্যবসায়ী হিসেবে যাত্রা করেন প্রথম প্রজন্মের এ উদ্যোক্তা। গুজরাটে ভাইয়ের প্লাস্টিক ব্যবসাও দেখভাল করেছেন এ স্কুলছুট ধনকুবের। ১৯৮৮ সালে কৃষিপণ্য নিয়ে আদানি এন্টারপ্রাইজেস শুরু করেন তিনি। পরবর্তী দুই দশকে বন্দর, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ, বিমানবন্দর পরিচালনা, ডাটা সেন্টার ও ডিজিটাল পরিষেবায় প্রবেশ করেন। সেলিব্রিটি নেট ওয়ার্থের বিবেচনায় আদানি বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যবসায়ীদের একজন।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচক অনুসারে বিশ্বের শীর্ষ ১৫ ধনী

১. বেহনা আহনোঁ (১৮ হাজার ৯০০ কোটি ডলার)

২. ইলোন মাস্ক (১৬ হাজার কোটি ডলার)

৩. জেফ বেজোস (১২ হাজার ৪০০ কোটি ডলার)

৪. বিল গেটস (১১ হাজার ১০০ কোটি ডলার)

৫. ওয়ারেন বাফেট (১০ হাজার ৭০০ কোটি ডলার)

৬. ল্যারি এলিসন (৯ হাজার ৯৫০ কোটি ডলার)

৭. ল্যারি পেজ (৯ হাজার কোটি ডলার)

৮. স্টিভ বলমার (৮ হাজার ৬৯০ কোটি ডলার)

৯. সের্গেই ব্রিন (৮ হাজার ৬৪০ কোটি ডলার)

১০. কার্লোস স্লিম (৮ হাজার ৫৭০ কোটি ডলার)

১১. গৌতম আদানি (৮ হাজার ৪৪০ কোটি ডলার)

১২. মুকেশ আম্বানি (৮ হাজার ২২০ কোটি ডলার)

১৩. ফ্রাঁসোয়া মেয়ার্স (৮ হাজার ২১০ কোটি ডলার)

১৪. ঝং শ্যানশান (৬ হাজার ৯০০ কোটি ডলার)

১৫. চার্লস কোচ (৬ হাজার ৮০০ কোটি ডলার)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন