চালু হলো দেশের প্রথম ফার্মার স্কুল

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি খাতে প্রথমবারের মতো চালু হলো ফার্মার স্কুল। রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নে স্কুলটি যৌথভাবে প্রতিষ্ঠা করেছে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড ও স্থানীয় সরকার বিভাগ। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) স্কুলটি উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে চারঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেন, সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেদায়েত উল্লাহ ও সরদহ ইউনিয়নে চেয়ারম্যান মো. হাসানুজ্জামানসহ সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

হেদায়েত উল্লাহ বলেন, ‘কৃষি ও কৃষকের টেকসই উন্নয়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সিনজেনটা বিশ্বাস করে সঠিক তথ্য এবং বিকল্প সমাধানের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়ন দেশের জন্য খাদ্য নিরাপত্তা এবং সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। ফার্মার স্কুলের মূল উদ্দেশ্য জ্ঞানের মাধ্যমে কৃষকের ক্ষমতায়ন এবং কৃষকদের অধিক ফসল উত্পাদনে সক্ষম করা। স্কুলটি কৃষিকাজের সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরিতে কাজ করবে। সিনজেনটা ফার্মার স্কুলের মাধ্যমে একটি সমন্বিত শিক্ষা ও সচেতনতা কেন্দ্র হিসেবে কাজ করবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন