চট্টগ্রামে প্রকৌশলীর ওপর হামলা

গ্রেফতার চারজন কারাগারে বিভিন্ন স্থানে প্রতিবাদ

বণিক বার্তা ডেস্ক

চট্টগ্রাম নগরের টাইগারপাসে রোববার বিকালে সিটি করপোরেশনের (চসিক) অস্থায়ী কার্যালয় ভবনের চার তলায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানীর কক্ষে প্রবেশ করে সন্ত্রাসীরা তার ওপর হামলা । এ ঘটনায় ওই রাতেই নগরীর খুলশী থানায় চসিকের নিরাপত্তা কর্মকর্তা কামাল উদ্দিন বাদী হয়ে মামলা করেন। মামলার পর সঞ্জয় ভৌমিক ওরফে কংকন, সুভাষ মজুমদার, নাজমুল হাসান ফিরোজ ও মাহমুদ উল্লাহ নামের চারজনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে এ হামলার প্রতিবাদে গতকাল বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রতিিনধিদের পাঠানো খবর—

যশোর: জেলা কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলজিইডির যশোরের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী প্রকৌশলী সানাউল হক, সহকারী প্রকৌশলী প্রত্যাশা চাকমা, সহকারী প্রকৌশলী মীর মনিরুজ্জামান, মনিরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী এনামুল হক, মনিরুল হাসান, হিসাবরক্ষক আমিরুল ইসলাম প্রমুখ।

রাজবাড়ী: গতকাল বিকালে জেলা এলজিইডি কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ হোসেন বক্তৃতা করেন। 

জয়পুরহাট: নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেনের তত্ত্বাবধানে মানববন্ধন কর্মসূচিতে  উপস্থিত ছিলেন  সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মতিন, সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, আক্কেলপুর উপজেলা প্রকৌশলী রকিব হাসান প্রমুখ।

পটুয়াখালী: মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন এলজিইডি পটুয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক মহির উদ্দিন শেখ, পটুয়াখালী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. নুর-উস-সামস, সিনিয়র সহকারী প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস প্রমুখ।

বাগেরহাট: মানববন্ধনে বক্তব্য দেন এলজিইডি বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী জ্যোতির্ময় মোহান্ত, বাগেরহাট সদর উপজেলা প্রকৌশলী নির্মল কুমার কুন্ডু, প্রকৌশলী  সাইদুর রহমান,  আলতাফ হোসেন, কৌশিক বালা প্রমুখ।

পঞ্চগড়: মানববন্ধনে এলজিইডি পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী সামসুজ্জামান সুধা, সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ প্রমুখ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন