৬ হাজার কর্মী ছাঁটাই করবে ফিলিপস

বণিক বার্তা ডেস্ক

বিশ্বব্যাপী প্রায় ছয় হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ডাচ কোম্পানি ফিলিপস। প্রতিষ্ঠানের অর্থনৈতিক সক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্যেই এ পদক্ষেপ নিতে যাচ্ছে ডাচ প্রতিষ্ঠানটি। গতকাল ফিলিপসের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের মধ্যেই কর্মী হ্রাসের পরিকল্পিত সংখ্যার অর্ধেক ছাঁটাই করা হবে। খবর রয়টার্স।

প্রতিষ্ঠানটির সিইও রয় জ্যাকব জানান, কয়েক মাসের মধ্যে ১০ হাজার কর্মী ছাঁটাই হচ্ছে, যা ফিলিপসের বর্তমান কর্মীদের প্রায় ১৩ শতাংশ। গুগল, মাইক্রোসফট, অ্যামাজন ও জার্মান সফটওয়্যার নির্মাতা এসএপিজি খরচ কমানোর জন্য সাম্প্রতিক সময়ে হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলোর পদাঙ্ক অনুসরণ করে ফিলিপসও সে পথেই হাঁটছে। যদিও প্রতিষ্ঠানটির চতুর্থ প্রান্তিকের আয় প্রত্যাশার তুলনায় অনেক ভালো অবস্থানে ছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন