শিক্ষক নিয়োগ নিয়ে চবি উপাচর্যের দপ্তরে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

পছন্দের প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ না দেয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতারের দপ্তরে ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা। গতকাল বিকেলে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের একটি উপ-পক্ষের কর্মীরা চাবি ছিনিয়ে নিলে বিকেলের ট্রেন ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েন অসংখ্য শিক্ষার্থী।


বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের ৫৪১তম সিন্ডিকেট সভায় মেরিন সায়েন্স বিভাগে শিক্ষক নিয়োগের অনুমোদন দেয়া হয়। এই পদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পছন্দের প্রার্থীকে নিয়োগ না দেয়ার অভিযোগ এনে উপাচার্যের দপ্তর ভাঙচুর করে ছাত্রলীগের কর্মীরা ।


বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মঈনুল ইসলাম জানান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য রাইয়ান আহমেদ মেরিন সায়েন্স বিভাগে শিক্ষক পদের জন্য আবেদন করেছিলেন। তিনি ২০১৯ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছিলেন। কিন্তু সিন্ডিকেট সভায় তাঁকে নিয়োগ না দিয়ে বরং কম যোগ্য ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ।

এ বিষয় মন্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার ফোন ধরেননি।

 

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন