
পঞ্চম দিনে আনুমানিক ৬২ কোটি রুপি ঘরে তুলেছে পাঠান। শাহরুখ খানের স্টারডম আর সিনেমার দুর্দান্ত অ্যাকশনে এর জয়রথ আরো এগিয়ে যাচ্ছে।
এ পর্যন্ত পাঠানের মোট আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে। দেশ
থেকে পাঠান আয় করেছে প্রায় ২৭৫ কোটি রুপি। শাহরুখের সিনেমা ভারতের বাইরের বাজার থেকেও ২২৫
কোটি রুপির বেশি আয় করেছে। সবমিলিয়ে পাঁচদিনেই আয়ের নতুন রেকর্ড করেছে পাঠান।