২২ গ্র্যান্ডস্লাম জিতে জোকোভিচ বলছেন: এখনই থামছি না

ক্রীড়া ডেস্ক

মেলবোর্নের গভর্নমেন্ট হাউজের বাগানে আজ অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি ও ১০টি ট্রফি জয়ের স্মারক নিয়ে জোকোভিচ। ছবি: এপি

ছেলেদের টেনিসে নোভাক জোকোভিচের কর্তৃত্ব এখানেই শেষ হবে কি? তিনি বলেছেননা’, কোচও বলেছেননা

 

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড দশম যুগ্মভাবে সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের রেকর্ড গড়ার পর র্যাংকিংয়েরও এক নম্বরে উঠেছেন জোকোভিচ সাম্প্রতিক পারফরম্যান্স আর অর্জন অন্তত এটাই বলছে যে, জোকোভিচ এখনই থামছেন না

 

স্তেফানো সিসিপাসকে হারানোর পর রোববার রাতে সংবাদ সম্মেলনে জোকোভিচ বলেছেন, ‘আমার এখনো অনেক উদ্দীপনার জায়গা রয়েছে দেখা যাক, এটি আমাকে কতদূর টেনে নেয় আমি সত্যিই এখানে থামতে চাই না আমার এখানেই থামার কোনো ইচ্ছাও নেই টেনিসটা মুহূর্তে দারুণ লাগছে আমি জানি, যখন শারীরিক মানসিকভাবে ভালো অনুভব করি, তখন যেকোনো খেলোয়াড়কে হারিয়ে গ্র্যান্ডস্লাম জিততে পারি

 

কথার সঙ্গে দ্বিমত পোষণ করা কঠিনই

 

কোনো পুরুষ খেলোয়াড় তার চেয়ে বেশি মেজর শিরোপা জেতেননি ২২টি শিরোপা জিতে রাফায়েল নাদালের সঙ্গে যুগ্মভাবে চূড়ায় অবস্থান করছেন সার্বিয়ান সুপারস্টার তার চেয়ে বেশি শিরোপা আছে শুধু দুজন নারীর (মার্গারেট কোর্ট ২৪ সেরেনা উইলিয়ামসের ২৩)