সালাম মুর্শেদীর বাড়ি নিয়ে সুমনের লাইভ সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ছবি: বণিক বার্তা

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি নিয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দুটি ফেসবুকে লাইভ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (৩০ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ভিডিও প্রকাশ না করতেও নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, সালাম মুর্শেদীর ওই বাড়ি নিয়ে রিট মামলা হাইকোর্টে বিচারাধীন। এ অবস্থায় রিটকারী আইনজীবী ব্যারিস্টার সুমনের ভিডিও দুটি অপসারণ চেয়ে আবেদন করেন সালাম মুর্শেদীর আইনজীবীরা। এর পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে আদালত বাড়ি নিয়ে জারি করা রুল শুনানির জন্য আগামী ৮ ফেব্রুয়ারী দিন ধার্য করেন।

এছাড়া আব্দুস সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি পরিত্যক্ত সম্পত্তির তালিকায় নেই বলে আজ হাইকোর্টকে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।অন্যদিকে  বাড়ির পুরো নথি অনুসন্ধানে দুই সদস্যের কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন