আয় বাড়লেও মুনাফা কমেছে বেক্সিমকো লিমিটেড ও ফার্মার

নিজস্ব প্রতিবেদক

পুঁঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আয় চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। তবে বিভিন্ন ব্যয় বৃদ্ধির চাপে সময়ে কোম্পানি দুটির নিট মুনাফা কমে গিয়েছে। গতকাল প্রকাশিত কোম্পানি দুটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

বেক্সিমকো লিমিটেড: চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির আয় হয়েছে হাজার কোটি ৫৭ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল হাজার ৬৭০ কোটি ৪৪ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৩৩৮ কোটি ১৩ লাখ টাকা বা দশমিক ২১ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৫৮ কোটি ৬৫ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৫৯ কোটি ৫৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১০০ কোটি ৯১ লাখ টাকা বা ১৩ দশমিক ২৯ শতাংশ।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস: চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির আয় হয়েছে হাজার ৯৬৭ কোটি ৮৭ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল হাজার ৬৯৬ কোটি ৮৯ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ২৭০ কোটি ৯৮ লাখ টাকা বা ১৫ দশমিক ৯৭ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৬৫ কোটি ৮১ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩১৩ কোটি ১৯ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৪৭ কোটি ৩৮ লাখ টাকা বা ১৫ দশমিক ১৩ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন