বড় পর্দায় ফিরছেন অপি করিম

সাবিহা জামান শশী

‘‌মায়ার জঞ্জাল’ সিনেমায় অপি করিম ছবি: জসীম আহমেদ

সম্প্রতি প্রকাশিত হয়েছে ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমা ‘মায়ার জঞ্জাল’-এর পোস্টার। এ সিনেমার মধ্য দিয়ে এক যুগেরও বেশি সময় পর বড় পর্দায় দেখা যাবে অপি করিমকে। মায়ার জঞ্জালে তার চরিত্রের নাম সোমা। এর মধ্যে সিনেমার একাধিক টিজার প্রকাশিত হয়েছে। সেগুলো এরই মাঝে দর্শক মহলে প্রশংসা পাচ্ছে। সিনেমাটির পোস্টারে দুই দেশের তারকাদের দেখা যায়। মায়ার জঞ্জালে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম ও সোহেল মণ্ডল এবং কলকাতার ঋত্বিক চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ। প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সাজানো হয়েছে এর চিত্রনাট্য।

সিনেমাটির মুক্তি বিষয়ে জানতে চাইলে মায়ার জঞ্জালের প্রযোজক জসীম আহমেদ বলেন, ‘‌আমরা ফেব্রুয়ারি মাসে দুই দেশে একসঙ্গে সিনেমাটা মুক্তি দিতে যাচ্ছি। তবে তারিখটা আমরা এখনই বলতে পারছি না। আগামী মাসের ৫ তারিখের পর মায়ার জঞ্জালের মুক্তির তারিখ আমরা জানাতে পারব।’

মুক্তির আগেই সিনেমাটি সুসংবাদ নিয়ে এসেছে। এ নিয়ে জসীম আরো বলেন, ‘‌যুক্তরাষ্ট্রের আর্টহাউস চলচ্চিত্রের বিশ্বসেরা স্ট্রিমিং প্লাটফর্ম “‍মুবি ডটকম’’-এ স্থান পেয়েছে আমাদের সিনেমাটা। মুবি ডটকমের বিউটিফুল ইনক্রেডিবল বিভাগে মায়ার জঞ্জাল রয়েছে। এটা আনন্দের সংবাদ কারণ এ ক্যাটাগরিতে রয়েছে বিদেশের জনপ্রিয় সব নির্মাতার সিনেমা।’ মায়ার জঞ্জালের সহপ্রযোজক হিসেবে আছে ভারতীয় প্রতিষ্ঠান ফ্লিপবুক।

সিনেমার মূল চরিত্র সোমা। স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে তার অসহায় সংসার। স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে একটি বাসায় কেয়ারটেকারের চাকরি নেয় এই নারী। অপি করিমের বিপরীতে মায়ার জঞ্জালে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এ সিনেমায় ভিন্নভাবে দেখা যাবে অপিকে। প্রকাশিত টিজারে তাই প্রকাশিত হচ্ছে।  আন্তর্জাতিক মহলের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে। 

চীনের মর্যাদাসম্পন্ন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিশিয়াল সিলেকশনে ‘মায়ার জঞ্জাল’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল ২০২০ সালে। এরপর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্মস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিভাগে সিনেমাটি দেখানো হয়। ইন্দোনেশিয়ার জাকার্তায় জোগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান পার্সপেক্টিভস বিভাগে আমন্ত্রণ পেয়েছিল সিনেমাটি। এছাড়া ইতালির রোমে এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগ ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’য় বেস্ট ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড, যুক্তরাজ্যের লন্ডনে রেইনবো চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র এবং ২০২২ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কমপিটিশনে প্রতিযোগিতা করে চিত্রনাট্যের জন্য পুরস্কার পেয়েছে ‘মায়ার জঞ্জাল’। 

১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় ‘মিস ফটোজেনিক’ হয়েছিলেন অপি করিম। এরপর মডেিলং ও অভিনয় দিয়ে বিনোদন দুনিয়ায় নিয়মিত হয়ে ওঠেন এ অভিনেত্রী। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শঙ্খনীল কারাগার’ সিনেমায় রুনু চরিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক তার। এরপর ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’-এ অভিনয় করেছেন অপি করিম। ব্যাচেলর সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন অপি করিম। বড় পর্দায় ফের এ অভিনেত্রীকে দেখতে অপেক্ষা করতে হবে মায়ার জঞ্জাল মুক্তির জন্য। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন