
ঘরের মাঠে টানা দুই জয়ে ওয়ানডে সিরিজে
ইংল্যান্ডকে হারাল দক্ষিণ আফ্রিকা। আজ ব্লোয়েমফন্টেইনে ৩৪৩ রান তাড়া করে জিতেছে
প্রোটিয়ারা। তিন ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে গেল তেম্বা বাভুমার দল।
আজ বাভুমার বীরত্বে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
আগে ব্যাটিং করে ৭ উইকেটে ৩৪২ রান তোলে ইংল্যান্ড। জস বাটলার ৮২ বলে ৯০, হ্যারি ব্রুক ৭৫ বলে
৮০ ও মঈন আলি ৪৫ বলে ৫১ রান করেন। জবাব দিতে নেমে বাভুমার দুর্দান্ত সেঞ্চুরিতে ৫
উইকেট ও ৫ বল হাতে রেখে জিতেছে স্বাগতিক দলটি।
বাভুমা ১৪টি চার ও এক ছক্কায় ১০২ বলে ১০৯
রান করেন। এটা ওয়ানডেতে তার তৃতীয় সেঞ্চুরি। এছাড়া ডেভিড মিলার ৩৭ বলে ৫৮, এইডেন মার্করাম ৪৩
বলে ৪৯, রাসি ফন
ডার ডুসেন ৩৮ বলে ৩৮, মার্কো ইয়ানসেন ২৯ বলে ৩২ ও হেনরিখ ক্লাসেন ১৯ বলে ২৭ রান করেন। ম্যাচসেরা
হয়েছেন বাভুমা।
এ নিয়ে টানা পাঁচ ওয়ানডে ম্যাচে হারল
ইংল্যান্ড, যা কিনা
২০১৫ বিশ্বকাপের পর তাদের টানা সবচেয়ে বেশি হার।
বুধবার কিম্বার্লিতে তৃতীয় ও শেষ ওয়ানডে।