
১৫ দিনের মধ্যে দ্বিতীয়বার লিভারপুলকে হারাল
ব্রাইটন। আজ রোববার রাতে এফএ কাপের চতুর্থ রাউন্ডে ব্রাইটনের কাছে ১-২ গোলে হেরে
বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
যোগ করা সময়ে গোল করে ব্রাইটনকে জেতান
জাপানি খেলোয়াড় কাওরু মিতোমা। এর আগে ৩০ মিনিটে মোহাম্মদ সালাহর পাস থেকে হার্ভে
এলিয়টের গোলে লিড নিয়েছিল লিভারপুলই। যদিও ৯ মিনিট পর সমতা আনে স্বাগতিক ব্রাইটন।
তারিক ল্যাম্পটের শট লুইস ডাঙ্কের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়িয়ে যায়। এরপর শেষ
মুহূর্তে মিতোমার গোলে হূদয় ভাঙে অল রেডদের। ম্যাচটি ড্রয়ের দিকেই যাচ্ছিল। ড্র
হলে অ্যানফিল্ডে রিপ্লে ম্যাচ অনুষ্ঠি হতো। যদিও তার প্রয়োজন আর পড়েনি। দুর্দান্ত
কন্ট্রোলের পর গোল করেন জাপানি উইঙ্গার।
দুই সপ্তাহ আগেই ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে ‘সিগাল’দের মাঠে
৩-০ গোলে হেরেছে লিভারপুল। এবার এফএ কাপেও এই মাঠ থেকে হার নিয়ে ফিরছে তারা।