দশমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন জোকোভিচ

ক্রীড়া ডেস্ক

আরেকটি ধ্রুপদি পারফরম্যান্সে শিরোপা জিতে নিলেন জোকোভিচ। ছবি: এপি

অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড দশম শিরোপা জয়ের মধ্য দিয়ে সর্বোচ্চ গ্র্যান্ডস্লামজয়ী রাফায়েল নাদালকে ছুঁয়ে ফেললেন নোভাক জোকোভিচ দুজনেরই গ্র্যান্ডস্লাম শিরোপা এখন ২২টি করে আজ মেলবোর্ন ফাইনালে তিনি -, - (/), - (/) গেমে হারিয়েছেন গ্রিক খেলোয়াড় তৃতীয় বাছাই স্তেফানো সিসিপাসকে

 

- গেমে প্রথম সেট জয়ের পর দ্বিতীয় সেটে পরীক্ষার মুখে পড়েন জোকোভিচ তবে বহু যুদ্ধের সফল নায়ক সেই পরীক্ষাও উতরে যান সেটটি জিতে নেন - (/) গেমে তৃতীয় সেটেও দুর্দান্ত লড়াই করে হেরে যান সিসিপাস এবার জোকোভিচের জয় - (/) গেমে

 

কোনো গ্রিক খেলোয়াড় এখনো এককে গ্র্যান্ডস্লাম শিরোপা জিততে পারেননি ২৪ বছর বয়সী সিসিপাস গত ফ্রেঞ্চ ওপেন ফাইনালে হেরেছেন জোকোভিচের কাছে এবার মেলবোর্ন ফাইনালেও সেই জোকোভিচের কাছে হারলেন তার মানে, গ্রিকদের অপেক্ষা আরো বাড়ল