আজ জোকোভিচের সামনে সিসিপাস

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী সাবালেঙ্কা

ক্রীড়া ডেস্ক

ঐতিহ্য মেনে বল বয় ও বল গার্লদের সঙ্গে ছবি তুললেন অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে নতুন চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা ছবি: এপি

অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের মুকুট জিতলেন আরিনা সাবালেঙ্কা। গতকাল মেলবোর্ন পার্কে উত্তেজনাপূর্ণ ফাইনালে বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনাকে -, -, - গেমে হারিয়ে শিরোপা জিতে নেন সাবালেঙ্কা। বেলারুশিয়ান তারকার এটিই প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা।

প্রথম সেট জিতে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপার সম্ভাবনা জাগান রুশ বংশোদ্ভূত কাজাখ খেলোয়াড় রিবাকিনা। যদিও এরপর ধীরে ধীরে ম্যাচে কর্তৃত্ব নিতে থাকেন সাবালেঙ্কা, আর রিবাকিনার আত্মবিশ্বাসও যেন কমতে থাকে। তিনি অনেক আনফোর্সড ভুল করতে থাকেন। সুযোগে টানা দুই সেট জিতে চ্যাম্পিয়ন হন সাবালেঙ্কা। মোট ৫১টি উইনার খেলেছেন নিরপেক্ষ পতাকা নিয়ে খেলা সাবালেঙ্কা। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেছে বেলারুশ, তাই বেলারুশের পতাকা নিয়ে খেলতে পারেননি তিনি।

গতবার নারী এককে শিরোপা জিতেছিলেন অস্ট্রেলিয়ার অ্যাশলেই বার্টি। এর পর পরই তিনি অবসর নেন। এবার অস্ট্রেলিয়ান ওপেন পেল নতুন রানী।

প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপার সঙ্গে ২৯ লাখ ৭৫ হাজার অস্ট্রেলিয়ান ডলারের চেকও পেয়েছেন ২৪ বছর বয়সী সাবালেঙ্কা, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২২ কোটি টাকা। আর রানার্সআপ হিসেবে রিবাকিনা পেয়েছেন ১৬ লাখ ২৫ হাজার অস্ট্রেলিয়ার ডলার, যা প্রায় ১২ কোটি টাকা।

মেলবোর্নের নতুন রানী জয় শেষে বলেন, অবিশ্বাস্য লাগছে। আপনার (বিলি জিয়ন কিং) হাত থেকে ট্রফিটা নেয়া বিরাট উদ্দীপনার ব্যাপার। আমাকে এভাবে সমর্থন জোগানোয় সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। অবিশ্বাস্য দুই সপ্তাহের জন্য এলেনাকে (রিবাকিনা) অভিনন্দন জানাই। তুমি দুর্দান্ত এক খেলোয়াড়। আশা করি আমাদের মধ্যে আরো অনেক লড়াই হবে এবং আশা করি তা গ্র্যান্ড স্লাম ফাইনালেই।

সাবালেঙ্কাকে অভিনন্দন জানিয়ে রিবাকিনা বলেন, শিরোপার জন্য আমি আরিনাকে (সাবালেঙ্কা) অভিনন্দন জানাই এবং নতুন মৌসুমের দারুণ সূচনা হলো। আমি জানি, এজন্য তুমি তোমার টিম কতটা পরিশ্রম করেছ। বাকি মৌসুমের জন্য শুভকামনা, আশা করি আমরা আরো অনেক লড়াইয়ে মুখোমুখি হব।

এদিকে, আজ পুরুষ এককের শিরোপা নির্ধারণ। অস্ট্রেলিয়ান ওপেনে ম্যাচ জিততে খুব একটা বেগ পেতে হয় না নোভাক জোকোভিচকে। এখানে ২৭ ম্যাচে অপরাজিত তিনি, যা মেলবোর্ন পার্কে ৫৫ বছরের উন্মুক্ত যুুগের মধ্যে সেরা। ইতিহাস গড়তে তার আর একটি জয় চাই। আজ গ্রিসের স্তেফানো সিসিপাসকে হারালেই অস্ট্রেলিয়ান ওপেনে দশম শিরোপা জিতে রেকর্ডটা আরো সংহত করবেন, সে সঙ্গে ছুঁয়ে ফেলবেন রাফায়েল নাদালের রেকর্ড ২২তম গ্র্যান্ড স্লাম শিরোপার রেকর্ড।

কভিড-১৯ টিকা না নেয়ায় গত বছর রেকর্ড নয়টি শিরোপা জয়ের মালিককে খেলতেই দেয়নি অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ। জোকোভিচ সে ঘটনায় ভেঙে না পড়ে বরং বাড়তি উদ্দীপনা নিয়েই এবার ফিরেছেন বলে জানিয়েছেন। সেটি কোর্টেও প্রমাণ করেছেন। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় সেটটি হারের পর টানা ১৪ সেট জিতেছেন অপ্রতিরোধ্য জোকোভিচ। আর ফাইনালে ওঠার পথে হেরেছেন মাত্র ৩৫টি গেম।

আজ গ্রিক খেলোয়াড়টির বিপক্ষে কাজটা কঠিন হওয়ার কথা নয় জোকোভিচের জন্য। অভিজ্ঞতা, রেকর্ড সবই তার পক্ষে। ১২ বারের মুখোমুখিতে ১০ বারই জিতেছেন জোকোভিচ, এর মধ্যে টানা জিতেছেন নয় ম্যাচে। তিনি নামছেন ৩৩তম ফাইনালে, আর এটা সিসিপাসের মাত্র দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফাইনাল। গত বছর ফ্রেঞ্চ ওপেন ফাইনালে সিসিপাসকে হারিয়েছেন সার্বিয়ান সুপারস্টার। সিসিপাস প্রথম দুই সেট জিতে নিলেও পরে দুর্দান্ত কামব্যাকে জোকোভিচ ফাইনাল জিতে নেন। এবার সিসিপাস হয়তো চাইবেন প্রতিশোধ নিতে, আর জোকোভিচের লক্ষ্য ২২তম গ্র্যান্ড স্লাম শিরোপা।

আজ দুজনের জন্যই বাড়তি উদ্দীপনাও রয়েছে। আজকের বিজয়ী খেলোয়াড় উঠে যাবেন র‍্যাংকিংয়ের নম্বরে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন