তিন দশকের সর্বনিম্নে দক্ষিণ আফ্রিকার কয়লা রফতানি

বণিক বার্তা ডেস্ক

বিদায়ী বছর দক্ষিণ আফ্রিকার কয়লা রফতানি কমে তিন দশকের সর্বনিম্নে নেমেছে। পর্যাপ্ত ট্রেনের অভাবে খনি থেকে বন্দর পর্যন্ত কয়লা নিয়ে আসতে বাধার মুখে পড়েন রফতানিকারকরা। কারণেই রফতানিতে ধস নেমেছে। খবর বিজনেস রেকর্ডার।

এদিকে মোট রফতানি কমলেও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোয় বেড়েছে ছয় গুণ। মূলত রাশিয়া থেকে কয়লা আমদানিতে নিষেধাজ্ঞার কারণে ইউরোপের দেশগুলো বিকল্প উৎস হিসেবে দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা আমদানি বৃদ্ধি করে।

রিচার্ড বে কোল টার্মিনাল জানায়, ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সব মিলিয়ে কোটি লাখ ৫০ হাজার টন কয়লা রফতানি করে। এর মধ্যে ইউরোপেই রফতানি করা হয়েছে কোটি ৪৩ লাখ টন। ২০২১ সালে অঞ্চলটিতে রফতানি করা হয়েছিল মাত্র ২৩ লাখ টন।

রিচার্ড বে কোল টার্মিনালের মালিকানায় রয়েছে ১৩টি কয়লা উত্তোলন কোম্পানি। বার্ষিক রফতানি সক্ষমতার অনেক নিচে এসব কোম্পানি তাদের কার্যক্রম পরিচালনা করছে।

টার্মিনালটিতে কয়লা সরবরাহের একমাত্র মাধ্যম রেলপথ। প্রতিদিন ৩২টি ট্রেনের মাধ্যমে কয়লা সরবরাহের সক্ষমতা রয়েছে এটির। কিন্তু গত বছর গড়ে প্রতিদিন মাত্র ১৮টি ট্রেন সেখানে কয়লা সরবরাহ করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন