সেমিনারে স্থানীয় সরকার মন্ত্রী

স্মার্ট শহর গড়তে প্রয়োজন স্মার্ট নাগরিক

নিজস্ব প্রতিবেদক

ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

সরকারের প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশে সকল নাগরিক সুবিধা থাকবে৷ পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থাসহ থাকবে যথাযথ ট্রাফিক ব্যবস্থা। তবে শহরগুলোকে স্মার্ট করতে প্রয়োজন হবে স্মার্ট নাগরিক। এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আজ শনিবার (২৮ জানুয়ারি) বিটিআরসি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‌‘আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে নতুন প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে নাগরিক সকল খাতকে আধুনিকভাবে গড়ে তুলতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘‌ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। এমনই স্মার্ট বাংলাদেশ বা স্মার্ট সিটিও বাস্তবে রূপ নেবে। এজন্য আমাদের সমন্বিত অংশগ্রহণ করতে হবে। সিঙ্গাপুরের উদাহরণ দেয়া হলেও স্মার্ট নগরী গড়ে তুলতে হবে আমাদের দেশের বাস্তবতায়। বাংলাদেশের শহরগুলোর প্রেক্ষিতে সামঞ্জস্য রেখে স্মার্ট সিটি বাস্তবায়নে কাজ করতে হবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন