কৃষি যান্ত্রিকীকরণ সামিটে প্রদর্শিত হচ্ছে মেটালের পণ্য

ছবি: মেটাল

ঢাকা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) শুরু হয়েছে ইন্দো-বাংলাদেশ এগ্রি মেকানাইজেশন সামিট (আইবিএএম)। তিন দিনের এই আয়োজন শেষ হবে আগামীকাল রোববার।

কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) এবং এর সহযোগী সংস্থা ট্র্যাক্টর অ্যান্ড মেকানাইজেশন অ্যাসোসিয়েশনের (টিএমএ) পৃষ্ঠপোষকতায় এফবিসিসিআই ও ভারতীয় হাইকমিশন ঢাকার সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে সামিট।

এতে ট্যাফে ও আইশার ট্রাক্টরের বাংলাদেশে একমাত্র পরিবেশক মেটাল বেশ কয়েকটি কৃষি যান্ত্রিকীকরণ পণ্য প্রদর্শন করে।

সম্মেলনের প্রথম দিন উপস্থিত ছিলেন মেটাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাদিদ জামিল, এক্সিকিউটিভ ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল তারেকুল আলম খান (অব.), এক্সিকিউটিভ ডিরেক্টর মিজানুর রহমান এবং ভারতের ট্যাফে কোম্পানির প্রেসিডেন্ট ভারতেন্দু কাপুর, ভাইস প্রেসিডেন্ট আর সুদর্শন,  এজিএম সুমেধ বরুণ ও ভারতের আইশার ট্রাক্টরসের ডিজিএম পার্থ সারথি ব্যানার্জীসহ সংশ্লিষ্ট ভারত ও বাংলাদেশের উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। - সংবাদ বিজ্ঞপ্তি

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন