তিন দিনে বৈশ্বিক আয় ৩০০ কোটি রুপি

বণিক বার্তা অনলাইন

ছবি: ইয়াশরাজ ফিল্মস

ভারতের মতো আন্তর্জাতিক বাজারেও রমরমিয়ে চলছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’। বৈশ্বিক আয়ে তিন দিনেই সিনেমাটি ঢুকে পড়েছে ৩০০ কোটির ক্লাবে। খবর ইন্ডিয়া টুডে।

চার বছর বিরতির পর শাহরুখ খানের ফেরা নিয়ে ভক্তদের মাঝে উৎসবের আমেজ নিয়ে আসে। গত ২৫ জানুয়ারি ‘পাঠান’ মুক্তি পেয়েই ভারত ও বিশ্বব্যাপী বক্স অফিসে আগুন লাগিয়ে দেয়।

গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) তৃতীয় দিনে ভারতে ১৫০ কোটি রুপিতে পৌঁছে যায় ‘পাঠান’। বৈশ্বিক বাজারেও এই অঙ্ক ছিল কাছাকাছি। সব মিলিয়ে একমাত্র ভারত সিনেমা হিসেবে তিন দিনেই ৩০০ কোটি রুপির ঘর পার করে।

এদিকে সবাই ‘কিং ইজ ব্যাক’ বললেও এ কথায় আপত্তি জানিয়েছেন শাহরুখ।

১৯৯৭ সালের হলিউড ছবি ‘গ্যাচার’ প্রসঙ্গ টেনে গতকাল টুইট করেন এ সুপারস্টার। তিনি লেখেন, ‘সাঁতরে ফিরে আসার জন্য তো কিছু বাঁচিয়ে রাখা যায় না। ফিরে আসার তো কোনো পরিকল্পনা হতে পারে না। সামনে দিকে এগিয়ে যাওয়াই যে জীবন। ফিরে আসা বা কামব্যাক নয়, বরং চেষ্টা করো যেখানে শেষ করেছিলে, সেখান থেকেই শুরু করার। এক ৫৭ বছর বয়সীর তরফ থেকে ছোট্ট উপদেশ।’

‘পাঠান’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এ ছবিতে ভিলেন চরিত্রে আছেন জন আব্রাহাম। দীর্ঘ ক্যামিও করেছেন ‘টাইগার’ সালমান খান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন