
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের বড় ভূমিকা রয়েছে। শিক্ষকরা সমাজ পরিবর্তনের অন্যতম কারিগর। সমাজের মঙ্গলে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।’
গতকাল কুমিল্লার লাকসামের বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়ামে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা চেয়ারম্যান মো. ইউনুছ ভূইয়া এবং লাকসামের শিক্ষক সমাজের নেতারা।