দেশবরেণ্য নাট্যজন আলী যাকেরের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আয়োজিত হয়েছিল আলী যাকের নতুনের উৎসব-২০২৩। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ২১ জানুয়ারি শুরু হয় এ আয়োজন। নাগরিক নাট্যসম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ছয় দিনব্যাপী আয়োজিত এ উৎসব শেষ হলো। এতে সহপৃষ্ঠপোষক হিসেবে ছিল আইএফআইসি ব্যাংক।
এ আয়োজনে সৃজনশীল ও উদ্যমী পাঁচটি নাট্যদলকে নতুন নাটক মঞ্চে আনার জন্য প্রণোদনা দেয়া হয়েছিল। জাতীয় নাট্যশালায় ছয় দিনব্যাপী অনুষ্ঠিত এ উৎসবে ধারাবাহিকভাবে মঞ্চস্থ হয় রিমান্ড, রেস্পেক্টেবল প্রস্টিটিউিট, সখি রঙ্গমালা, আদম সুরত, অচলায়তন। কেবল নাটক মঞ্চস্থ করা ও প্রণোদনাই নয়, বাংলাদেশের মঞ্চনাটকের গুণীজনদের সম্মাননা জানানোও এ আয়োজনের আরেকটি অংশ। সৈয়দ শামসুল হক, জিয়া হায়দার, খালেদ খান ও আলী যাকের—নাট্যাঙ্গনের এ চার গুণীজনের বিশেষ অবদান স্মরণে চলতি বছর তাদের নামাঙ্কিত সম্মাননা পদক প্রদান করা হয়।