রাজবাড়ীতে চলছে ‘বাংলা উৎসব’

বণিক বার্তা প্রতিনিধি, রাজবাড়ী

বাংলা উৎসব উপলক্ষে রাজবাড়ী শহরে বের হয় শোভাযাত্রা ছবি: নিজস্ব আলোকচিত্রী

বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার বিস্তৃতির লক্ষ্যে রাজবাড়ীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী বাংলা উৎসব রাজবাড়ী একাডেমির আয়োজনে এতে অংশ নিয়েছে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত এক হাজার শিক্ষার্থী। বাংলার ব্যবহার নিয়ে এতে থাকছে ৪৮টি প্রতিযোগিতা। গতকাল সকালে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক সাংবাদিক আনিসুল হক।

রাজবাড়ী একাডেমির সভাপতি সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী- আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরজ, শিক্ষানুরাগী সমাজসেবক ডা. এনএএম মোমেনুজ্জামান, নাসিম সফি, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার, রাজবাড়ী একাডেমির সাধারণ সম্পাদক ডা. ইকবাল হোসেন প্রমুখ।

উৎসব দেখতে এসে দর্শনার্থীরা বলছেন, গতানুগতিকতার বাইরে ধরনের কর্মধারা ঐতিহ্য রক্ষায় ভূমিকা রাখবে। বাংলা একটি মধুরতম ভাষা, আমাদের শেকড়। আমরা বাংলা ভাষার ব্যবহার ভুলতে বসেছিলাম। আয়োজনের মাধ্যমে ভাষার প্রতি দেশপ্রেম মমত্ববোধ জাগ্রত হবে। আমরা যেন সঠিকভাবে এর ব্যবহার ধারণ করতে পারি।

রাজবাড়ী একাডেমির সাধারণ সম্পাদক ডা. ইকবাল হোসেন বলেন, বাংলা ভাষার সঠিক ব্যবহার, শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ বানান, চিত্রাংকন দেয়াল পত্রিকা প্রতিযোগিতাসহ ৪৮টি প্রতিযোগিতা নিয়ে শুরু হয়েছে এই বাংলা উৎসব। একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, প্রতিযোগিতায় শিশুরা সন্ধি, কারক, দেয়ালিকাসহ আনন্দের সঙ্গে সঠিক শিক্ষা গ্রহণ করতে পারবে। এর মাধ্যমে বাংলা ভাষার ঐশ্বর্য বৈভবের সঙ্গে শিক্ষার্থীদের নিবিড় সখ্য স্থাপন এবং ভাষার শুদ্ধ বিস্তৃতি লাভ করবে। 

২০১১ সাল থেকে শুরু হওয়া আয়োজনের এবার অষ্টম আসর, যা শেষ হবে আজ শনিবার বিকাল ৫টায় পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন