শিকাগো বোর্ড অব ট্রেডে কমেছে সয়াবিনের দাম

বণিক বার্তা ডেস্ক

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সম্প্রতি কমেছে সয়াবিনের দাম। অন্যতম শীর্ষ সয়াবিন উৎপাদক দেশ আর্জেন্টিনায় পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে সরবরাহ সংকটের উদ্বেগ কাটছে। কারণে তেলবীজটির দামও কমছে। খবর বিজনেস রেকর্ডার।

সিবিওটিতে সর্বশেষ কার্যদিবসে সয়াবিনের দাম দশমিক শতাংশ কমেছে। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১৫ ডলার শূন্য সেন্টে। বাজার পরামর্শক প্রতিষ্ঠান ফিউচারস ইন্টারন্যাশনালের বিশ্লেষক টেরি রেইলি বলেন, আগামী ১০ দিন আর্জেন্টিনায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ফলে খরায় সয়াবিন উৎপাদনে যে ক্ষতি হয়েছিল তা কাটিয়ে উঠতে পারবেন কৃষক।

আর্জেন্টিনার কৃষি মন্ত্রণালয় জানায়, চলতি মৌসুমের এখন পর্যন্ত দেশটির কৃষক জমি থেকে কোটি ৪০ লাখ টন সয়াবিন তুলেছেন। এর মধ্যে ৮০ দশমিক শতাংশই বিক্রি হয়েছে।

এদিকে সয়াবিনের পাশাপাশি গম ভুট্টার দামও কমেছে। সিবিওটিতে প্রতি বুশেল গম গতকাল ডলার ৩৯ সেন্টে বিক্রি হয়েছে। আগের দিনের তুলনায় দাম কমেছে দশমিক শতাংশ। অন্যদিকে ভুট্টার দাম দশমিক শতাংশ কমে ডলার ৭৩ সেন্টে নেমেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন