‘অ্যাভাটার টু’র কাছে হার মানল আরও একটি ব্লকবাস্টার

বণিক বার্তা অনলাইন

ছবি: প্যারামাউন্ট পিকচার্স

মুক্তির আড়াই মাস পরও বক্স অফিসে ছক্কা হাঁকিয়ে চলেছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। দুর্দান্ত গতিতে এগিয়ে পেছনে ফেলে দিয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ সিনেমার লাইফটাইম আয়। বর্তমানে শীর্ষ আয়ের ছবির তালিকায় সাই-ফাই অ্যাডভেঞ্চারটির অবস্থান পঞ্চম।

গত ১৬ ডিসেম্বর বিশ্বব্যাপী ‍মুক্তি পায় ‘অ্যাভাটার টু’। তখনই জেমস ক্যামেরন বলেছিলেন, লাভের ঘরে পৌঁছাতে হলে কমপক্ষে ১৫০ কোটি ডলার আয় করতে হবে।

অনেকেই ভেবেছিলেন শীর্ষ আয়ের এক নম্বর ছবি ‘অ্যাভাটার’-এর ধারে-কাছেও থাকবে না সিক্যুয়েলটি। কিন্তু দ্রুততম ছবি হিসেবে বিলিয়ন ক্লাবে পা রেখে একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে।

বক্স অফিস মোজোর তথ্য অনুসারে, ‘অ্যাভাটার টু’র বর্তমান আয় ২০৫ কোটি ৪০ লাখ ডলার। অন্যদিকে ‘ইনফিনিটি ওয়ার’-এর লাইফটাইম উপার্জন ২০৫ কোটি ২০ লাখ ডলার।

সিনেমাটির এবারের টার্গেট ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’, যার আয় ২০৭ কোটি ১০ লাখ ডলার। এই ছবিকে টপকে গেলে নিজের ‘টাইটানিক’-এর সঙ্গে প্রতিযোগিতায় নামবেন জেমস। সিনেমাটির আয় ২১৯ কোটি ৪০ লাখ ডলার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন