দশমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ

ক্রীড়া ডেস্ক

গ্র্যান্ডস্লামে ৩৩তম ও অস্ট্রেলিয়ান ওপেনে দশমবারের মতো ফাইনালে ওঠার কৃতিত্ব দেখালেন নোভাক জোকোভিচ। আজ মেলবোর্ন পার্কে সেমিফাইনালে তিনি সরাসরি ৭-৫, ৬-১, ৬-২ গেমে হারান যুক্তরাষ্ট্রের টমি পলকে। জোকারের সামনে এখন দশম শিরোপার হাতছানি। রেকর্ড নয়বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন সার্বিয়ান সুপারস্টার।


গতবার কভিড-১৯ টিকা নেননি বলে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতেই পারেননি জোকোভিচ। সেই সুযোগে রাশিয়ার দানিল মেদভেদেভকে হারিয়ে শিরোপা জিতে নেন রাফায়েল নাদাল। পরে ফ্রেঞ্চ ওপেনও জয় করেন নাদাল। আর জোকোভিচ গত বছর জয় করেন উইম্বলডন শিরোপা। সব মিলে নাদাল ২২টি মেজর জিতে রেকর্ড গড়েন। জোকোভিচের শোকেসে ২১টি গ্র্যান্ডস্লাম শিরোপা। রোববার নাদালকে ছুঁয়ে ফেলার সুযোগ তার সামনে। ফাইনালে তিনি মুখোমুখি হবেন তৃতীয় বাছাই গ্রিসের স্তেফানো সিসিপাসের।


এদিকে প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের আরেকটি সুযোগ সিসিপাসের। আজ শুক্রবার (২৭ জানুয়ারি) রাশিয়ার কারেন খাচানভকে হারিয়ে পুরুষ এককের ফাইনালে উঠেছেন তিনি। তৃতীয় বাছাইয়ে সিসিপাস জিতেছেন ৭-৬ (৭/২), ৬-৪, ৬-৭ (৬/৮), ৬-৩ গেমে।


এটি সিসিপাসের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম ফাইনাল। এর আগে ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেন ফাইনালে জোকোভিচের কাছে হেরেছিলেন সিসিপাস। সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ এসেছে গ্রিক তারকার সামনে। তবে এজন্য ২০১৮ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে মেলবোর্ন ফাইনালে ৩৫ বছর বয়সী জোকোভিচকে হারাতে হবে তাকে।


তৃতীয় সেটে দু দুটি ম্যাচ পয়েন্ট বাঁচান খাচানভ। টাইব্রেকে সেটটি জিতে নেন রুশ খেলোয়াড়। যদিও পরিশেষে জয় পান সিসিপাসই।


২০১৯ সালে চতুর্থ রাউন্ডে রজার ফেদেরারকে হারিয়ে মেলবোর্নে আলো কাড়েন সিসিপাস। সেবার সেমিফাইনালে নাদালের কাছে হেরে যান তিনি। এছাড়া ২০২১ ও ২০২২ সালে পরপ দুটি আসরে তাকে সেমিফাইনাল থেকে ছিটকে দেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দানিল মেদভেদেভ। এবার তার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন আরেক শক্তিমান খেলোয়াড় খাচানভ, যদিও আটকাতে পারেননি সিসিপাসকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন