আইবিএমের ৩ হাজার ৯০০ কর্মী ছাঁটাই

বণিক বার্তা ডেস্ক

ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন করপোরেশন বা আইবিএম তার প্রায় চার হাজার কর্মী ছাঁটাইয়ে যাচ্ছে বৈশ্বিক অর্থনীতিতে শ্লথগতি, বার্ষিক নগদ অর্থ প্রবাহ লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতায় সিদ্ধান্ত নিতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি।

বার্তা সংস্থা রয়টার্সকে আইবিএমের মুখ্য আর্থিক কর্মকর্তা (সিএফও) জেমস কাভানাহ জানান, হাজার ৯০০ কর্মী ছাঁটাই করা হচ্ছে। মোট কর্মীবাহিনীর প্রায় দশমিক শতাংশ কর্মী ছাঁটাই হচ্ছে। তবে গবেষণা উন্নয়ন (আরঅ্যান্ডডি) খাতে কর্মী নিয়োগ অব্যাহত থাকবে।

কোম্পানির প্রাক্কলন, চলতি বছরে আইবিএমের নগদ অর্থ প্রবাহ হবে হাজার ৫০ কোটি ডলার। এছাড়া পণ্য পরিষেবা বিক্রি বাড়বে দশমিক শতাংশ।  ২০২২ সালে আইবিএমের নগদ প্রবাহ ছিল ৯৩০ কোটি ডলার। যা হাজার কোটি ডলার লক্ষমাত্রার চেয়ে ৭০ কোটি ডলার কম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন