
গত বছরের চতুর্থ প্রান্তিকে অস্ট্রেলিয়ার মূল্যস্ফীতি ছিল ৩৩ বছরের সর্বোচ্চ। ভ্রমণ ও বিদ্যুতের ব্যয় বৃদ্ধিতে সর্বোচ্চ মূল্যস্ফীতিতে পড়েছে ইউরোপের শীর্ষ অর্থনীতিটি। এতে আগামী মাসে সুদহার বাড়াতে বাধ্য হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। খবর নিক্কেই এশিয়া।
বুধবার প্রকাশিত অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরোর উপাত্তে দেখা গেছে, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে জার্মানির ভোক্তা মূল্য সূচক ছিল ১ দশমিক ৯ শতাংশ, যা ১ দশমিক ৬ শতাংশ বাজার পূর্বাভাসের চেয়ে বেশি।
ভ্রমণ খাতে ব্যয় বৃদ্ধি মূল্যস্ফীতির প্রধান প্রভাবক হিসেবে কাজ করেছে। অভ্যন্তরীণ ভ্রমণ খাতে ব্যয় বেড়েছে ১৩ শতাংশ এবং বিদেশে ভ্রমণ ব্যয় বেড়েছে ৮ শতাংশ। ছুটির মৌসুম বিশেষ করে ক্রিসমাসের ছুটিকে সামনে রেখে ভ্রমণ খাতে চাহিদা বৃদ্ধি এতে ভূমিকা রেখেছে।