আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বাবর আজম

ক্রীড়া ডেস্ক

২০২২ সালে রাজসিক সব ইনিংস খেলে আইসিসির বর্ষসেরা হয়েছেন বাবর আজম। ছবি: পিসিবি

প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতলেন পাকিস্তান দলনায়ক বাবর আজম এছাড়া টানা দ্বিতীয়বারের মতো তিনি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ড দলনায়ক বেন স্টোকস বর্ষসেরা টি২০ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ভারতের সূর্যকুমার যাদব

 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ষসেরা ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারজয়ীর নাম ঘোষণা করে আইসিসি

 

গত বছর সব ফরম্যাট মিলে ৪৪ ম্যাচে ৫৪.১২ গড়ে হাজার ৫৯৮ রান করেন বাবর আজম সময় তিনি আটটি সেঞ্চুরি ১৫টি হাফসেঞ্চুরি করেন প্রথম ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে দুই হাজার রানের মাইলফলকে পৌঁছেন বাবর পরে সেটিকে টেনে নেন হাজার ৫৯৮ পর্যন্ত অবিশ্বাস্য এই রানবন্যাই তাকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার এনে দেয় উল্লেখ্য, তার নেতৃত্বে গত বছর টি২০ বিশ্বকাপের ফাইনালে ওঠে পাকিস্তান

 

৩১ বছর বয়সী স্টোকস গত বছর ছিলেন টেস্টের সবচেয়ে শক্তিমান ক্রিকেটার গত বছর এপ্রিলে জো রুটের কাছ থেকে টেস্টের নেতৃত্ব পাওয়ার পর দলটাকেই বদলে দেন তিনি তার নেতৃত্বে ইংলিশরা ১০ ম্যাচ খেলে নয়টিতেই জয় তুলে নেয় তার আগে ১৭ টেস্টে ইংল্যান্ডের জয় ছিল মাত্র একটি কোচ ব্রেন্ডন ম্যাককালাম স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ড আক্রমণাত্বক ক্রিকেট খেলে টেস্টে একের পর এক সাফল্য পেতে থাকে সম্প্রতি পাকিস্তানকে তাদেরই মাটিতে - ব্যবধানে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখায় ইংলিশরা

 

তৃতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার পেলেন স্টোকস তার আগে ২০১১ সালে সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক ২০২১ সালে জো রুট এই পুরস্কার জিতেছিলেন এছাড়া, ২০১৯ সালে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন স্টোকস

 

এদিকে, আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ২০২২ সালটি ছিল সূর্যকুমার যাদবের ৩১ ম্যাচে ৪৬.৫৬ গড় ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে হাজার ১৬৪ রান তোলা এই ডানহাতি বিস্ফোরক ব্যাটারকেই বর্ষসেরা টি২০ খেলোয়াড় হিসেবে বেছে নিল আইসিসি জুরি বোর্ড

 

গত বছর একের পর এক রেকর্ড ভেঙেছেন আর নতুন মাইলফলকে পৌঁছেন সূর্যকুমার দ্বিতীয় ব্যাটার হিসেবে এক বছরে এক হাজার রান করেছেন সূর্যকুমার গতবছর সর্বোচ্চ ৬৮টি ছক্কা মেরেছেন তিনি দুটি সেঞ্চুরি নয়টি হাফসেঞ্চুরি করেছেন তিনি তার ব্যাটে ভর করেই টি২০তে উড়েছে ভারত

 

২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপেও ঝলমলে পারফর্ম করেন সূর্যকুমার ছয় ইনিংসে তিনটি হাফসেঞ্চুরি করেছেন, রানগড় ছিল প্রায় ৬০ ওই আসরে তার স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৮ অবিশ্বাস্য এই পারফরম্যান্সেরই পুরস্কার মিলল আইসিসির বর্ষসেরা হওয়ার মধ্য দিয়ে

 

আইসিসি পুরস্কারের তালিকা:

বর্ষসেরা ক্রিকেটার: বাবর আজম, পাকিস্তান

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার: বেন স্টোকস, ইংল্যান্ড

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার: বাবর আজম, পাকিস্তান

বর্ষসেরা টি২০ ক্রিকেটার: সূর্যকুমার যাদব, ভারত

উদীয়মান বর্ষসেরা ক্রিকেটার: মার্কো ইয়ানসেন, দক্ষিণ আফ্রিকা

বর্ষসেরা নারী ক্রিকেটার: ন্যাট শিভার, ইংল্যান্ড

বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটার: ন্যাট শিভার, ইংল্যান্ড

বর্ষসেরা নারী টি২০ ক্রিকেটার: তালিয়া ম্যাকগ্রা, অস্ট্রেলিয়া

বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটার: রেনুকা সিং, ভারত

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন