এথিকস ক্লাবের যুগপূর্তি

‘আদর্শ শিক্ষক সম্মাননা’ পেলেন ১১ শিক্ষক

বণিক বার্তা প্রতিনিধি, ঢাবি

দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১১ জন শিক্ষককে আদর্শ শিক্ষক সম্মাননা প্রদান করা হয়েছে। এথিকস ক্লাব বাংলাদেশ নৈতিকতা দিবসের যুগপূর্তিতে গতকাল বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননা দেয়া হয়।

প্রতিষ্ঠার পর থেকে এথিকস ক্লাব প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিশেষ সম্মাননা দিয়ে আসছে। এবারের সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেনরাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক . অরুণ কুমার বসাক, ভারতেশ্বরী হোমসের সাবেক অধ্যক্ষ প্রতিভা মুত্সুদ্দি, ঢাকা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হায়াৎ মামুদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানিসম্পদ প্রকৌশল বিভাগের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের . ফকরুল আলম, খুলনা জিলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মো. নুরুল আলম, নারায়ণগঞ্জের সোনাকান্দা সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা খানম, কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি রানী, ময়মনসিংহের ধলুয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিল্টন মানখিন এবং বান্দরবান বৌদ্ধ অনাথালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাইনুমা মার্মা।

এথিকস ক্লাবের প্রতিষ্ঠাতা এমই চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন শিক্ষাবিদ অধ্যাপক . সৈয়দ মনজুরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা অধ্যাপক সাদেকা হালিম এবং সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা। ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাবের প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন