সাংবাদিকদের খাদ্যমন্ত্রী

আল্লাহ নিজের হাতে গজব না দিলে দুর্ভিক্ষ হবে না

বণিক বার্তা অনলাইন

ছবি : বণিক বার্তা

দেশে খাদ্য সংকটের কোনো সুযোগই নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘দেশে দুর্ভিক্ষ হওয়ার কোনো চান্স নাই, যদি আল্লাহ নিজের হাতে গজব না দেয়।’ আজ বুধবার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের সেশনের পর সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।
খরার কারণে আমনের ফলন নিয়ে শঙ্কা থাকলেও এবার আমনের বাম্পার ফলন হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, ‘সংগ্রহ ভাল হয়েছে, সরবরাহও ভাল আছে। সর্বশ্রেষ্ঠ মজুদ, এখন প্রায় ১৯ লক্ষ ২৫ হাজার মেট্রিক টন। আমাদের এখনও সংগ্রহ চলছে।'
দাম বৃদ্ধি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বললেন, ‘যদি কমের কথা বলেন, তাহলে কৃষকদের কাছ থেকে ৭০০ টাকা মণ ধান কিনতে হবে।  আমরা যে ধানের দাম নির্ধারণ করেছি, এর থেকে বেশি ধামে কৃষক বাজারে ধান বিক্রি করছে। ন্যায্যমূল্যের উপরে দাম পাচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা খাদ্য মন্ত্রণালয় ধান কিনি একটা কারণে, যাতে সিন্ডিকেট করে কৃষকদের না ঠকায়। আমাদের কাছে না আসুক, বাজারে বেশি মূল্য পাক, দ্যাটস এনাফ।’
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘বাংলাদেশকে বৈশ্বিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। চালের দাম যাদের জন্য অসহনীয় পর্যায়ে, তাদের জন্য ওএমএস, খাদ্যবান্ধব ভিজিডি, ভিজিএফ ইত্যাদি আছে। শঙ্কিত হওয়ার কারণ নেই, সবাই ভালো আছে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন