কলকাতার রাস্তায় তাসনিয়া ফারিণের ‘‌আরো এক পৃথিবী’

ফিচার প্রতিবেদক

ছবি: তাসনিয়া ফারিণের ফেসবুক

দেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। ওয়েব দুনিয়ায়ও অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা পেয়েছেন এ অভিনেত্রী। কলকাতার জনপ্রিয় নির্মাতা অতনু ঘোষের হাত ধরে ফারিণের রুপালি দুনিয়ায় অভিষেক হতে যাচ্ছে। সিনেমার নাম ‘‌আরো এক পৃথিবী’। ৩ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি। সিনেমাটির প্রচারণায় বর্তমানে কলকাতায় রয়েছেন ফারিণ। কলকাতা জুড়ে আরো এক পৃথিবীর পোস্টার। সিনেমার পোস্টারের পাশে দাঁড়িয়ে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এ অভিনেত্রী। সিনেমার প্রচারণার কলাকুশলীদের ভালো সময় কাটাচ্ছেন ফারিণ, সে আভাস তার সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি করা পোস্ট থেকে স্পষ্ট।

লন্ডনের ৩০টিরও বেশি লোকেশনে আরো এক পৃথিবীর শুটিং শেষ হয়েছে। গত অক্টোবরের শেষ দিকে এর শুটিং শেষ হলে নিজের চরিত্র প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, ‘আমার প্রথম সিনেমা আরো এক পৃথিবীতে আমি প্রতীক্ষা নামের চরিত্রে অভিনয় করেছি। প্রতীক্ষার ১১ বছরের জার্নির গল্প এ সিনেমা। যেখানে প্রতীক্ষা নিজের আসল পরিচয়টা খুঁজে বেড়ায়, নিজের প্রকৃত আশ্রয় খুঁজে নিতেই তার যাত্রা। কিন্তু শেষ পর্যন্ত প্রতীক্ষা তা পায় কিনা, সেটা আসলে সিনেমা মুক্তির পর দেখতে হবে।’ 

আরো এক পৃথিবী সিনেমা চারজন প্রবাসী বাঙালিকে ঘিরে। এ চারজনের জীবনেই রয়েছে রহস্য। লন্ডনের এদের জীবনের নানা দিক নিয়েই এ সিনেমা। আরো এক পৃথিবীর মুখ্য চরিত্রে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, অনিন্দিতা বসু এবং বাংলাদেশের তাসনিয়া ফারিণ। ২০২২ সালেই সিনেমাটি মুক্তির কথা থাকলেও ফুটবল বিশ্বকাপসহ নানা কারণে এর মুক্তি পিছিয়ে যায়। বর্তমানে ফারিণ তার প্রথম সিনেমা প্রেক্ষাগৃহে আসার অপেক্ষায় আছেন। সিনেমাটির নির্মাতা ও কলাকুশলীদের প্রসঙ্গে শুটিং শেষ হলে ফারিণ আরো বলেছিলেন, ‘আমার প্রথম সিনেমা হিসেবে এটিতে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। যখন যেভাবে কাজ করার কথা ঠিক সেভাবেই কাজ হয়েছে। বাংলাদেশের মতো তারাও ভীষণ কো-অপারেটিভ। যে কারণে আমার একবারও মনে হয়নি আমি বাইরের কোনো ইউনিটের সঙ্গে কাজ করছি। অতনু দাদা তার কাজের ব্যাপারে ভীষণ স্পষ্ট। তিনি কী চান আর কী করতে হবে, সবই প্রস্তুত ছিল। আমি শুধু মন দিয়ে অভিনয় করেছি। সত্যিই আমি ভীষণ প্রতীক্ষায় আছি, প্রতীক্ষাকে সিনেমার পর্দায় দেখার জন্য।’

শুটিং শুরুর আগে আরো এক পৃথিবী সিনেমাটি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে কথা বলেছিলেন অতনু ঘোষ। তিনি জানিয়েছিলেন, ‘আমার অন্যান্য সিনেমা থেকে এটা একটু আলাদা। যে চারজন মানুষের মাথার ওপর নিজস্ব ও বিশ্বস্ত ছাদ নেই। সে ছাদ খোঁজার গল্পই দেখা যাবে পর্দায়। কয়েকদিন আগে ফোর ফিট আন্ডার নামে একটা বই পড়েছিলাম। সেখান থেকেই ভাবনাটা। এ সিনেমায় লন্ডন একেবারে অন্যভাবে ধরা পড়বে।’

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লেডিজ অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ ছিলেন মূল চরিত্র। এ ওয়েব সিরিজে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে দুই বাংলায়। 

তাসনিয়া ফারিণকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে নির্মাতা বলেন, ‘ফারুকীর সিরিজ দেখেই আমার তাসনিয়াকে পছন্দ হয়। তারপর এ সিনেমায় তাকে যুক্ত করি। এটা ফারিণের প্রথম সিনেমা। আর সেটা কলকাতা থেকে হয়েছে বলে আমার আরো ভােলা লাগছে।’ অতনু ঘোষের দশম সিনেমা আরো এক পৃথিবী। তার নির্মিত ‘রোববার’ সিনেমায় অভিনয় করে ভারতের ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন বাংলাদেশের জয়া আহসান। এবার দেখার পালা অতনু ঘোষের নির্দেশনায় অভিষেক হতে যাওয়া ফারিণের সিনেমাটি পর্দায় কেমন প্রভাব ফেলে।

আরো এক পৃথিবীর আয়েশার চরিত্রে অনিন্দিতা বসু, শ্রীকান্ত মুন্সির চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায় ও অরিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে সাহেব ভট্টাচার্যকে দেখা যাবে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। অনির্বাণ মুখোপাধ্যায়ের লেখা গানে কণ্ঠ দিয়েছেন পোর্শিয়া সেন ও সমন্ত্যক সিংহ। ভারতের জনপ্রিয় প্রযোজনা সংস্থা এসকে মুভিজের ব্যানারে নির্মিত হয়েছে আরো এক পৃথিবী। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন