আজ সারা দেশে সমাবেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গণতন্ত্র হত্যা দিবসে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে আজ দেশব্যাপী সমাবেশ করবে বিএনপি। গত সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন কর্মসূচি ঘোষণা দেন। নয়াপল্টনের আজকের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলটির দাবির মধ্যে রয়েছে দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট, গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাস নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা। দেশব্যাপী মহানগর জেলা পর্যায়ে এসব দাবিতে সমাবেশ করবে দলটি। এছাড়া ঢাকায় গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরামের একাংশ এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) আলাদাভাবে একই কর্মসূচি পালন করবে।

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি নিয়ে রাজধানীতে আজ মাঠে থাকবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে সমাবেশ করবে দলটি। সংগঠনের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, সমাবেশটি বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় মহানগর নেতারা উপস্থিত থাকবেন। যুবলীগ, ছাত্রলীগসহ দলটির অন্যান্য সহযোগী সংগঠনও রাজপথে সক্রিয় থাকার কথা জানিয়েছে। একইভাবে সারা দেশে সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় বিএনপির গণসমাবেশে ব্যর্থ, অযোগ্য, দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অনির্বাচিত সংসদ বিলুপ্ত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা বাস্তবায়ন এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে ২৪ ডিসেম্বর দেশব্যাপী জেলা মহানগরে গণমিছিল কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

এরই অংশ হিসেবে যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি ৩০ ডিসেম্বর ঢাকা রংপুর বিভাগে এবং ২৪ ডিসেম্বর সারা দেশে গণমিছিল করে বিএনপি। পরে দ্বিতীয় ধাপের কর্মসূচি হিসেবে ১১ জানুয়ারি সারা দেশের ১০টি সাংগঠনিক বিভাগীয় সদরে গণঅবস্থান কর্মসূচি এবং ১৬ জানুয়ারি তৃতীয় ধাপে মিছিল সমাবেশ কর্মসূচি পালন করেছে বিএনপি বিরোধী রাজনৈতিক দলগুলো। পাল্টা কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে ছিলেন। ওইদিন বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে, শাহবাগ ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সমাবেশ করে আওয়ামী লীগ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন