অগ্নিনিরাপত্তায় বিল্ডিং কোড অনুসরণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ সংশ্লিষ্টরা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ফায়ার-সেফ গ্লেজিং ফর আর্কিটেকচার শীর্ষক আলোচনা সভায় বক্তারা মন্তব্য করেন। গ্রাসহপার গ্রুপ এবং এফজি গ্লাস যৌথভাবে বাংলাদেশের বাজারে শট ফায়ার সেফটি গ্লেজিং বাজারজাত করতে অনুষ্ঠানটির আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) সভাপতি স্থপতি প্রফেসর . খন্দকার সাব্বির আহমেদ। তিনি আগামী প্রজন্মের স্বার্থে সব সরকারি নিয়ন্ত্রক সংস্থা এবং সরকারের বিভাগকে নিবিড়ভাবে ভবন পর্যবেক্ষণ করার পরামর্শ দেন। তিনি বলেন, স্থপতিদের অনেক কাজ রয়েছে। ভবিষ্যতের কথা বিবেচনা করে মানসম্পন্ন কারখানা এবং বিল্ডিংগুলোকে অগ্রাধিকার দেয়া উচিত।

এফজি গ্লাসের পরিচালক তারিক কাচওয়ালা স্বাগত বক্তব্য রাখেন। প্যানেল আলোচনায়  অংশ নেন বিজিএমইএ সহসভাপতি শহীদুল্লাহ আজিম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন