নিপাহ ভাইরাসে পাবনায় ৭ বছর বয়সী শিক্ষার্থীর মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, পাবনা

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে পাবনার ঈশ্বরদী উপজেলায় সোয়াদ হোসেন () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে পাবনা জেলায় এটিই প্রথম মৃত্যু। রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিপাহ ভাইরাসে এটিই পাবনায় প্রথম আক্রান্ত মৃত্যুর ঘটনা বলে জানিয়েছেন পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী।

সোয়াদের বাবা মো. সানোয়ার হোসেন জানান, প্রায় ২০ দিন আগে সোয়াদসহ পরিবারের সবাই মিলে খেজুরের রস খায়। ১৫ জানুয়ারি বিকালে স্থানীয় স্কুলমাঠে খেলতে গিয়ে সোয়াদ অসুস্থ বোধ করে। ওইদিন রাতে সোয়াদের জ্বর আসে এবং নাপা ট্যাবলেট খাওয়ানোর পর জ্বর কমে যায়। এর তিনদিন পর সেলিমপুর বাজারের শাহজাহান চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে অবস্থা খারাপ হলে ২০ জানুয়ারি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন