
ভিয়েতনাম গত বছর সব মিলিয়ে ১৭ লাখ ৭০ হাজার টন কফি রফতানি করেছে। রফতানি থেকে আয় এসেছে ৪০০ কোটি ডলার। এ সময় পানীয় পণ্যটির রফতানি লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। খবর ভিয়েতনাম নিউজ।
সংশ্লিষ্টরা জানান, ২০২১ সালের তুলনায় রফতানির পরিমাণ বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশ। আর রফতানি আয় বেড়েছে ৩২ শতাংশ।
জেনারেল ডিপার্টমেন্ট অব ভিয়েতনাম কাস্টমস এক প্রতিবেদনে জানায়, গত বছরের ডিসেম্বরে দেশটি ১ লাখ ৯৭ হাজার টনেরও বেশি কফি রফতানি করেছে। রফতানি থেকে আয় এসেছে ৪২ কোটি ৫১ লাখ ডলার। নভেম্বরের তুলনায় রফতানির পরিমাণ ৫৩ দশমিক ৫ শতাংশ এবং আয় ৩৯ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
চার বছরের মধ্যে এটিই ভিয়েতনামের সর্বোচ্চ রফতানি এবং ইতিহাসের সর্বোচ্চ আয়। গত বছর কভিড-১৯-এর প্রভাব শিথিল হওয়ায় বিশ্বজুড়ে পানীয় পণ্যটির চাহিদা ব্যাপক বেড়ে যায়। তার ওপর মূল্যও বেড়েছে পাল্লা দিয়ে, যা দেশটিতে রফতানি প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করেছে। এছাড়া গত বছর ভিয়েতনাম কনটেইনার ও জাহাজ সংকট অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে, যা কফিসহ অন্যান্য পণ্য রফতানির জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়।