২০২২

লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে ভিয়েতনামের কফি রফতানি

বণিক বার্তা ডেস্ক

ভিয়েতনাম গত বছর সব মিলিয়ে ১৭ লাখ ৭০ হাজার টন কফি রফতানি করেছে। রফতানি থেকে আয় এসেছে ৪০০ কোটি ডলার। সময় পানীয় পণ্যটির রফতানি লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। খবর ভিয়েতনাম নিউজ।

সংশ্লিষ্টরা জানান, ২০২১ সালের তুলনায় রফতানির পরিমাণ বেড়েছে ১৩ দশমিক শতাংশ। আর রফতানি আয় বেড়েছে ৩২ শতাংশ।

জেনারেল ডিপার্টমেন্ট অব ভিয়েতনাম কাস্টমস এক প্রতিবেদনে জানায়, গত বছরের ডিসেম্বরে দেশটি লাখ ৯৭ হাজার টনেরও বেশি কফি রফতানি করেছে। রফতানি থেকে আয় এসেছে ৪২ কোটি ৫১ লাখ ডলার। নভেম্বরের তুলনায় রফতানির পরিমাণ ৫৩ দশমিক শতাংশ এবং আয় ৩৯ দশমিক শতাংশ বেড়েছে।

চার বছরের মধ্যে এটিই ভিয়েতনামের সর্বোচ্চ রফতানি এবং ইতিহাসের সর্বোচ্চ আয়। গত বছর কভিড-১৯-এর প্রভাব শিথিল হওয়ায় বিশ্বজুড়ে পানীয় পণ্যটির চাহিদা ব্যাপক বেড়ে যায়। তার ওপর মূল্যও বেড়েছে পাল্লা দিয়ে, যা দেশটিতে রফতানি প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করেছে। এছাড়া গত বছর ভিয়েতনাম কনটেইনার জাহাজ সংকট অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে, যা কফিসহ অন্যান্য পণ্য রফতানির জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন