করাচি, ইসলামাবাদসহ পাকিস্তান জুড়ে বিদ্যুৎ বিভ্রাট

বণিক বার্তা অনলাইন

ছবি : ডন

ভয়াবহ অর্থনৈতিক ও খাদ্যসংকটের মধ্যেই এ বার বিদ্যুৎ বিভ্রাট পাকিস্তানে। জাতীয় গ্রিড বিপর্যয়ের জেরে স্থানীয় সময় সোমবার ভোরে দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। পরিস্থিতি এতোটাই ব্যাপক যে, ফেডারেল রাজধানী ইসলামাবাদের পাশাপাশি লাহোর ও করাচির মতো বড় শহরসহ দেশের বিশাল অংশে বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে। খবর বিবিসি। 

পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় গ্রিডের ফ্রিকোয়েন্সি হ্রাস পাওয়ার পরে সোমবার সকালে পাকিস্তানজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। জ্বালানি মন্ত্রণালয় বলেছে, জাতীয় গ্রিডের ফ্রিকোয়েন্সি সিস্টেম সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে ডাউন হয়ে গেলে বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যাপক বিভ্রাট দেখা দেয়। টুইটারে দেয়া এক বার্তায় মন্ত্রণালয়টি আরো জানিয়েছে, ‘সিস্টেম রক্ষণাবেক্ষণের কাজ দ্রুত এগিয়ে চলছে।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কোয়েটা-সহ বেলুচিস্তানের ২২টি জেলায় বিদ্যুৎ পরিষেবা নেই। সেই সঙ্গে লাহোর, করাচির বিভিন্ন এলাকাও বিদ্যুৎহীন। ইসলামাবাদে ১১৭টি গ্রিড স্টেশনে বিদ্যুৎ পরিষেবা নেই। বিভ্রাট ঘটেছে পেশোয়ারেও।

দেশটির বিদ্যুৎমন্ত্রী খুররুম দস্তগীর জিও টিভি চ্যানেলকে জানিয়েছেন সোমবার সকালে সিস্টেম চালু করার সময় দেশের দক্ষিণাঞ্চলে জামশোরো এবং দাদু শহরের মধ্যে ফ্রিকোয়েন্সি পরিবর্তনের খবর পাওয়া গেছে। ভোল্টেজ ওঠানামা করছিল, তাই একে একে পাওয়ার গ্রিড বন্ধ করে দেয়া হয়েছিল। এটি একটি বড় সংকট নয়। দস্তগীর জানান, দেশের কিছু গ্রিড এরইমধ্যে পুনরুদ্ধার করা হয়েছে।

এদিকে এক টুইট বার্তায় কে-ইলেকট্রিকের মুখপাত্র ইমরান রানা নিশ্চিত করেছেন, দেশব্যাপী ব্রেকডাউনের ফলে করাচিতেও বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, কেই টিম পরিস্থিতি বোঝার চেষ্টা করছে এবং বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করা হয়েছে।  কোয়েটা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির মুখপাত্র মুহাম্মদ আফজাল ডন ডটকমকে বলেছেন, প্রদেশের তিনটি সঞ্চালন লাইনে ত্রুটি দেখা গেছে। এর ফলে বেলুচিস্তানজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। 

এর আগেও পাকিস্তানে বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল। ২০২১ সালে যান্ত্রিক গোলযোগের কারণে দক্ষিণ পাকিস্তানের সিন্ধ প্রদেশে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছিল। একদিন পর ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন