পুঁজিবাজার পরিস্থিতি

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে গতকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। সময় প্রধানমন্ত্রী পুঁজিবাজারের উন্নয়নে দিকনির্দেশনা দেন। বৈঠকের প্রভাবে গতকাল পুঁজিবাজার পরিস্থিতি বেশ চাঙ্গা ছিল।

কমিশন সূত্রে জানা গেছে, বিএসইসির চেয়ারম্যান পুঁজিবাজার পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। সময়ে পুঁজিবাজারের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন বিএসইসি চেয়ারম্যান। দেশের অর্থনীতি যেভাবে বিকশিত হচ্ছে একইভাবে পুঁজিবাজারকেও বিকশিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বিএসইসির চেয়ারম্যান দেখা করতে গিয়েছিলেন। সময় পুঁজিবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। দেশের পুঁজিবাজারের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আশা করছি সামনের দিনগুলোতে পুঁজিবাজার আরো বড় হবে।

পুঁজিবাজার পরিস্থিতি: চলতি বছরের মধ্যে গতকাল সবচেয়ে ভালো দিন পার করেছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সূচক বেড়েছে। পাশাপাশি দৈনিক লেনদেনের পরিমাণ ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ১২ মিনিট পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল সূচক। এরপর  কিছুটা নিম্নমুখিতা দেখা যায়। তবে বেলা ১১টা থেকেই বাজারে শেয়ার কেনার চাপ বেড়ে যায় এবং ঊর্ধ্বমুখী হতে থাকে সূচক। শেষ পর্যন্ত গতকাল দিন শেষে আগের দিনের তুলনায় ৩৫ পয়েন্ট বেড়ে হাজার ২৫০ পয়েন্টে দাঁড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স। এর আগের কার্যদিবসে যা ছিল হাজার ২১৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল পয়েন্ট বেড়ে হাজার ২০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে যা ছিল হাজার ১৯৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে পয়েন্ট বেড়ে হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে যা ছিল হাজার ৩৫৮ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং করপোরেশন বিকন ফার্মাসিউটিক্যালসের শেয়ারের।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন