নারী অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পর অপরাজিত ব্যাটার সুমাইয়া ও স্বর্ণাকে ঘিরে আনন্দ সতীর্থদের ছবি: আইসিসি

দক্ষিণ আফ্রিকায় গতকাল শুরু হওয়া প্রথম আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। নারী যুব বিশ্বকাপের প্রথম আসরের প্রথম জয়টি তুলে নেয়ার কৃতিত্ব দেখাল বাংলাদেশ। এটি যেকোনো আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়।

বেনোনিতে আগে ব্যাটিং করে উইকেটে ১৩০ রান তুলতে সমর্থ হয় অস্ট্রেলিয়া। জবাবে দুই ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ (১৩২/)

টুর্নামেন্ট ফেভারিট অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্রুত দুই উইকেট হারালেও পরে উইকেটে ১৩০ রান তুলতে সমর্থ হয়। পেস বোলার দিশা বিশ্বাস দুই ওপেনারকে বিদায় করার পর ৭৬ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে সংহত অবস্থানে নেন ক্লেয়ার মুর (৫১ বলে ৫২) এলা হেইওয়ার্ড (৩৯ বলে ৩৫ রান) বাংলাদেশ দলনায়ক দিশা বিশ্বাস ২৫ রানে দুটি মারুফা আক্তার ২৯ রানে দুটি উইকেট নেন।

জবাবে কোনো রান তোলার আগেই মিষ্টি সাহার উইকেট হারায় বাংলাদেশ। যদিও এতে নিজেদের ওপর চাপ না নিয়ে উল্টো প্রতিপক্ষকে চাপে ফেলে টাইগ্রেসরা। তারা ১০ ওভার শেষে উইকেটে তুলে নেয় ৬৬ রান। ১১তম ওভারের প্রথম বলে দিলারা আক্তার ৪২ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন। একই ওভারের শেষ বলে আউট হয়ে যান আফিয়া প্রত্যাশা (২২ বলে ২৪)

এরপর আর কোনো উইকেট পতন হয়নি বাংলাদেশের। তৃতীয় উইকেট জুটিতে ৬১ রান তুলে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সুমাইয়া আক্তার স্বর্ণা আক্তার। সুমাইয়া ২৫ বলে ৩১ স্বর্ণা ১৮ বলে ২৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অস্ট্রেলিয়ার হয়ে পেস বোলার ক্যাথরিন আইন্সওয়ার্থ রানে নেন দুটি উইকেট।

উল্লেখ্য, মূল লড়াইয়ের আগে ওয়ার্মআপ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে হারায় বাংলাদেশ। সেই জয় দুটি যে কোনো অঘটন ছিল না তা গতকাল বেনোনিতে প্রমাণ করল লাল-সবুজ জার্সিধারীরা।

বিশ্বকাপে মোট ১৬টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলংকা যুক্তরাষ্ট্র। আগামীকাল পরের ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। গতকাল গ্রুপের আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রকে উইকেটে হারিয়েছে শ্রীলংকা।

ডি গ্রুপ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে উইকেটে হারিয়েছে ভারত স্কটল্যান্ডকে উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৩০/ (ক্লেয়ার ৫২, হেইওয়ার্ড ৩৫; দিশা /২৫, মারুফা /২৯) বাংলাদেশ: ১৮ ওভারে ১৩২/ (দিলারা ৪০, সুমাইয়া ৩১*, স্বর্ণা ২৩*, আফিয়া ২৪; আইন্সওয়ার্থ /) ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল উইকেটে জয়ী। ম্যাচসেরা: দিলারা আক্তার (বাংলাদেশ)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন