ডিএসইতে সরকারি সিকিউরিটিজের ট্রেডিং সম্পর্কিত অনুষ্ঠান অনুষ্ঠিত

সরকারি সিকিউরিটিজের লেনদেনকে গতিশীল করার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল ট্রেকহোল্ডার কোম্পানির অপারেশন প্রধান অনুমোদিত প্রতিনিধির অংশগ্রহণে স্টক এক্সচেঞ্জ প্লাটফর্মে সরকারি সিকিউরিটিজ এবং ট্রেডিং সম্পর্কিত বিষয়ের ওপর এক সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এক্সচেঞ্জটির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুর রহমান মজুমদার। পরে সরকারি সিকিউরিটিজের ট্রেডিং প্রসেসের ওপর বিভিন্ন বিষয়ে প্রেজেন্টেশন প্রদান করেন ডিএসইর হেড অব সিস্টেম অ্যান্ড মার্কেট অ্যাডমিন এএনএম হাসানুল করিম, মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র ম্যানেজার কামরুন নাহার এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ডিজিএম অ্যান্ড হেড অব আইটি সার্ভিস হাসনাইন বারী। পরবর্তী সময়ে সরকারি সিকিউরিটিজের ট্রেডিং প্রসেসের ওপর প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, ডিএসইর হেড অব সিস্টেম অ্যান্ড মার্কেট অ্যাডমিন এএনএম হাসানুল করিম, ডিএসইর প্রডাক্ট অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্টের প্রধান সাইদ মাহমুদ জুবায়ের এবং সিএসইর হেড অব আইটি মোহাম্মদ মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক।  স্টক এক্সচেঞ্জ সামগ্রিক প্রস্তুতিসম্পন্ন করে গত বছরের ১০ অক্টোবর লাখ ১৬ হাজার কোটি টাকার বাজার মূলধন নিয়ে ডিএসইর ট্রেডিং প্লাটফর্মে বহুল প্রতীক্ষিত থেকে ২০ বছর মেয়াদি ২৫০টি সরকারি সিকিউরিটিজ লেনদেনের শুরু হয়, যা পুঁজিবাজারের এক নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন