এপেক্স ফুটওয়্যার উদ্যোক্তা পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের উদ্যোক্তা পরিচালক সৈয়দ মনজুর এলাহী কোম্পানিটির ৩৮ হাজার ৫০০টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি শেয়ার কেনার ঘোষণা দেন। বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে তিনি শেয়ার কিনবেন।

১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এপেক্স ফুটওয়্যারের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ২৮০ কোটি ১১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা কোটি ২৯ লাখ ৯৩ হাজার ৭৫০। এর মধ্যে ৩২ দশমিক ২১ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের কাছে, ২১ দশমিক ৭৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বাকি ৪৬ দশমিক শূন্য শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ২৫৮ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ২৫৪ টাকা ৫০ পয়সা থেকে ৩৯৫ টাকার মধ্যে ওঠানামা করেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-আগস্ট) এপেক্স ফুটওয়্যারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৬৭ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল টাকা ৪০ পয়সা। বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫১ টাকা ১২ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে এপেক্স ফুটওয়্যারের পর্ষদ। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন