সিএসইর শরিয়াহ সূচক সমন্বয়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে এক্সচেঞ্জটির শরিয়াহ সূচক চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে দুটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং আগের তিনটি কোম্পানিকে বাদ দেয়া হয়েছে। সব মিলিয়ে ১৩১টি কোম্পানিকে শরিয়াহ সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২২ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। সিএসই সূত্রে তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, সিএসইর শরিয়াহ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানি দুটি হচ্ছে রবি আজিয়াটা লিমিটেড বিচ হ্যাচারি লিমিটেড। অন্যদিকে সূচকটি থেকে বাদ পড়া তিন কোম্পানি হচ্ছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সুহূদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। বছরে দুবার শরিয়াহ সূচক সমন্বয় করে থাকে সিএসই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন