ফ্যাশন ডিজাইন

প্রাতিষ্ঠানিক পড়াশোনার জন্য...

ফিচার প্রতিবেদক

বাংলাদেশে ফ্যাশন ডিজাইনে উচ্চশিক্ষার প্রাতিষ্ঠানিক পাঠ শুরু হয় ২০০৩ সালে। বেসরকারি বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ডিজাইন অ্যান্ড টেকনোলজি অনুষদে ফ্যাশন ডিজাইন নিয়ে উচ্চশিক্ষা শুরু হয়। বর্তমানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), বেসরকারি বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিসহ একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউটে বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগে বিএ ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি ডিগ্রি দেয়া হয়। কোর্সের মেয়াদ চার বছর। প্রতি বছর তিনটি করে মোট ১২টি সেমিস্টারে সমাপ্ত হয় এর কার্যক্রম। এছাড়া ফ্যাশন ডিজাইন প্রডাক্ট ডিজাইনে পোস্টগ্র্যাজুয়েট প্রোগাম চালু রয়েছে।

তৈরি পোশাক উৎপাদন রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর মালিকানাধীন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ফ্যাশন স্টাডিজ অনুষদের অধীনে রয়েছে দুটি বিভাগ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগ এবং কলা মানবিকের শিক্ষার্থীদের জন্য ফ্যাশন স্টাডিজ বিভাগে পড়াশোনার সুযোগ রয়েছে। স্নাতকোত্তর পর্যায়ে এমএসসি ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি ডিগ্রি দেয়া হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা থাকায় গ্র্যাজুয়েটরা পান বাড়তি সুযোগ-সুবিধা। ঢাকার বাইরে অবস্থিত চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতেও বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ২০১০ সালে চালু করে ফ্যাশন ডিজাইন বিভাগ। টেক্সটাইল ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে টেক্সটাইল ফ্যাশন ডিজাইন বিভাগে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেয়া হয়। বিভাগে মোট ৪০টি আসন আছে। এছাড়া উত্তরা ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি নেয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ আলী।

এছাড়া বস্ত্র পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের যৌথ ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে পরিচালিত (পিপিপি) ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চে (নিটার) পড়ার সুযোগ রয়েছে। ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে বিএসসি ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেয়া হয়। মোট আসন ৭০টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই ইনস্টিটিউটে আগামী বছর থেকে মাস্টার্স প্রোগ্রাম চালুর সম্ভাবনা আছে বলে জানান বিভাগটির সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান ইসমত জেরিন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন