আব্দুল মোনেম লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

আব্দুল মোনেম। বাংলাদেশের নির্মাণ শিল্পের পথিকৃৎ। যিনি ছিলেন আপাদমস্তক একজন সফল ব্যবসায়ী। ১৯৩৭ সালের ৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি অনগ্রসর গ্রাম বিজেশ্বরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। মাত্র তিন মাস বয়সে বাবাকে হারান আব্দুল মোনেম। ব্রাহ্মণবাড়িয়ার নিভৃত সেই গ্রামে প্রতিনিয়ত যুদ্ধ করে বড় হয়েছেন।

পঞ্চাশের দশকের শুরুর দিকে এসএসসি পাস করে আব্দুল মোনেম ঢাকায় আসেন । অংশীদারত্বের ভিত্তিতে ঠিকাদার হিসেবে কাজ শুরু করেন। পরে ১৯৫৬ সালে মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে নিজের প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড (এএমএল) গড়ে তোলেন । নিজের নামে গড়া সেই প্রতিষ্ঠান একসময় হয়ে ওঠে দেশের অন্যতম শীর্ষ কনস্ট্রাকশন ফার্ম।

পরবর্তী সময়ে খাদ্য, পানীয়, চিনি পরিশোধনাগার, জ্বালানি, ফার্মাসিউটিক্যালসসহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করেন। এ যেন সত্যিকারের এক রূপকথার নায়কের অচিন্তনীয় উত্থান। তবে সেই সাম্রাজ্য তার অভিভাবককে হারায় ২০২০ সালের ৩১ মে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন