
ভারতের বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী সুমিত্রা সেন মারা গেছেন। গতকাল ভোরে দক্ষিণ কলকাতার নিজ বাড়িতে ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ায় সম্প্রতি তিনি ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সোমবার রাতে বাড়ি নিয়ে আসা হয় শিল্পীকে। গতকাল ভোর ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।