গ্রিন-সুকুক

বিওতে শেয়ার পাঠিয়েছে বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ বছর মেয়াদি বেক্সিমকো গ্রিন-সুকুক আল ইসতিসনার ২০ শতাংশ পর্যন্ত সুকুক প্রথম বছর বেক্সিমকো লিমিটেডের শেয়ারে রূপান্তর করা যাবে। রূপান্তর-সংক্রান্ত আবেদনের বিপরীতে প্রায় দুই কোটি শেয়ার সুকুকধারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে বেক্সিমকো লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, বেক্সিমকো গ্রিন-সুকুক আল ইসতিসনার সুকুক গুণিতক হারে অর্থাৎ , ১০, ১৫ ২০ শতাংশ হারে প্রতি বছর বেক্সিমকো লিমিটেডের শেয়ারে রূপান্তরের সুযোগ রাখা হয়েছে। প্রথম বছরের জন্য ২০ শতাংশ সুকুক শেয়ারে রূপান্তরের সুযোগ দেয়া হয়েছিল। -সংক্রান্ত রেকর্ড ডেট ছিল সদ্যসমাপ্ত বছরের ২২ ডিসেম্বর। ওই বছরের ডিসেম্বর পর্যন্ত আগ্রহীদের শেয়ারে রূপান্তরে আবেদনের জন্য সময় দেয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে যেসব সুকুকধারী তাদের সুকুক বেক্সিমকোর শেয়ারে রূপান্তরের জন্য আবেদন করেছিল তাদের বিওতে কোটি ৯৬ লাখ ২২ হাজার ৬৩৫টি শেয়ার পাঠিয়েছে কোম্পানিটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন